আমাদের কথা খুঁজে নিন

   

++ সহজ সংস্করণ - সময় সংকলন

জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com

অত্যাচারের আগুনে জ্বলন্ত পৃথিবী দেখে শংকিত সাধারণ গোনে মরণের দিন নিরুদ্বেগ-সুখী প্রাণগুলোর ভাবনা নেই কোন আনন্দ-গৃহে তাদের কাটে অবসর দিন। যেখানে অঢেল আছে কেউ নেই দেখবার সেখানে অপচয় অথচ চারদিকে ভুখাদের হাহাকার; যেন আমাদের পথচলা খেয়াহীন নদীর তীরে তীরে অপেক্ষা, কবে আসবে মাঝি তার রঙিন পানসী নিয়ে। জনমত সমর্থনে কথার ফুলঝুড়ি বুনে নেতাদল তারাই আবার ইতিহাস লেখে জনমানুষের খুনে। আসে নব নেতাদল, বলে ওরা তো ছিল ভুল সময়ের পাতা ঝরে আর আমরা দেখে যাই বঞ্চিত মানুষের জীবন নিয়ে খেকোদের কাড়াকাড়ি। পৃথিবী তোমার বুক ভরা জানি কেবলি তপ্ত লাভা বুকে যারা চলে-ফিরে তাদের বুকেও আগুন তবে কেন আর চাপানো আগুনে বিসর্জনের ভয়? মানুষের জন্য আগুয়ান হও হে মানবতার উচ্চারণ ছাই-অঙ্গার ঝেড়ে গড়ে তোল হেথা আমাদের আনন্দলোক। হারাতুশ্ শারকিয়্যাহ্, মদীনা 07.06.2006

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।