জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com
অরণ্যে আগুন দেখে শংকিত দিন গুনে
দীপালি মোহিত এখন সময়ের পঞ্চবটে
কারূনের সম্পদে উইপোকা বাসা বুনে
চলেছি ধীর পদে খেয়াহীন নদীর তটে।
বুননে মনন সদা চৌকস ঝলমল
ইতিহাস লেখা হয় মানুষের লাল খুনে
বন্দরে ভীড়ে নতুন তরণী গত চরিত্র খল
ঝরে পাতা, নড়ে সময়ের কলম নিজ গুণে।
সঞ্চিত লাভা বুকে নিয়ে পৃথিবী আবর্তনে
পাঁজরে পাঁজরে তপ্ত তুফান ভূমির পদচারণে
উত্তাপ-মাঝে অন্তরাধার ভয় কি প্রবর্তনে
দিকে দিকে কই শীতল ঝর্ণা জ্বলন্ত বিয়াবানে।
হারাতুশ্ শারকিয়্যাহ্, মদীনা
06-07.06.2006
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।