আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিয়া-প্রতিক্রিয়া

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

গরমে গরম কাটে, শীতে কাটে শীত এসো তবে সুরে সাধি পরানের গীত। লোহাতে লোহাই কাটে, কাঁচ কাটে হীরে মানে-অভিমানে কেন র'বো পাশ ফিরে! পানিতে বরফ কাটে, বিষে কাটে বিষ রাগে-অনুরাগে কেন পুড়ি অহর্নিশ! আগুনে আগুন জ্বলে, মনে জ্বলে মন প্রেমের আগুনে এসো জ্বলি সর্বক্ষণ। দু'চোখে দ'ুচোখ চায়, গতরে গতর এসো তবে এ বুকের গহীন ভিতর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।