আজ সকালে পত্রিকা খুলে আমার তো হালুয়া টাইট। 'মানব সেবার' প্রতিদানে শেখ হাসিনা মাদার তেরেসা পদক পেয়েছেন। কোথায় আগর তলা, আর কোথায় আলুর তলা।
বেচারী মাদার তেরেসার জন্য কষ্ট হয়। স্বগে বসে ঊনি নিশ্চয় কষ্ট পাচ্ছেন তার নামের পদকের অপব্যবহার দেখে।
অনেক আগে শুনেছিলাম, ফেনী কলেজেএকবার কিছু টাকাপয়সা আত্নসাত হয়েছিল। বিক্ষুদ্ধ ছাত্ররা তখন শ্লোগান দিচ্ছিল:
'হেনী কলেজের টিয়া লই,
ছুদুর বুদুর ছইল তো নো,
ছুদুর বুদুর ছইল লে,
হিডের ছামরা তাইক তো নো, ।'
আজ বলতে ইচ্ছা করছে,
'মাদার তেরেসা পদক লই,
ছুদুর বুদুর ছইল তো নো
..............'
সত্যি বলতে কি, শেখ হাসিনা বা খালেদা জিয়ার চেয়ে সদ্য প্রয়াত নাসরীন হকএই পদকের জন্য বেশী ঊপযুক্ত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।