আমাদের কথা খুঁজে নিন

   

ড্র করেও ইপিএলের শীর্ষে লিভারপুল

এই ড্রয়ের পরও ৪ খেলায় ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে লিভারপুল। সমান খেলায় ৯ পয়েন্ট করে নিয়ে দুই ও তিন নম্বরে আছে আর্সেনাল ও টটেনহাম হটস্পার।  
সোমবার রাতে লিবার্টি স্টেডিয়ামে লিগের একমাত্র ম্যাচটির শুরুতেই ছিল দারুণ নাটকীয়তা। মাত্র ২ মিনিটের মাথায় স্বাগতিক সোয়ানসিকে এগিয়ে নেন জনজো শেলভি। লিভারপুলের সাবেক মিডফিল্ডারের গোলটিতে অবশ্য্ ভাগ্যের যথেষ্ট সহায়তা রয়েছে।


লিভারপুল ডিফেন্ডার স্কারটেলের গায়ে লেগে বল শেলভির কাছে ফিরলে ফিরতি শটে গোলরক্ষক মিগনোলেটকে পরাস্ত করতে কোনো সমস্যা হয়নি তার। নতুন মৌসুমে লিগে লিভারপুলের জালে এটাই প্রথম গোল।
সমতা আনতে দুই মিনিটের বেশি সময় নেয়নি আগের তিন ম্যাচেই জেতা লিভারপুল। ব্যাকপাস দিতে গিয়ে গড়বড় করে নায়ক থেকে খলনায়কে পরিনত হন শেলভি। চোট কাটিয়ে ফেরা ড্যানিয়েল স্টারিজ বল পেয়েই গোল করে ফেলেন।


৩৬ মিনিটে ভিক্তর মোসেসের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। এবারও কাঠগড়ায় শেলভি। তার পাস ধরে দুর্দান্ত গোল করে স্টেডিয়ামে পিনপতন নীরবতা নিয়ে আসেন মোসেস। লিভারপুলের জার্সি গায়ে এটাই মোসেসের প্রথম গোল।
৬৪ মিনিটে মিচোর গোলে সমতা ফেরায় সোয়ানসি।

দলকে এক পয়েন্ট এনে দেয়া গোলটিতেও অবদান মিডফিল্ডার শেলভির। তার পাস থেকেই মিগনোলেটকে পরাস্ত করেন স্পেনের মিচো।
এরপর দুই দলই গোলের কয়েকটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় গোল হয়নি।
প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকা :
 
ম্যাচ
জয়
ড্র
হার
গোল পার্থক্য
পয়েন্ট
লিভারপুল





১০
আর্সেনাল






টটেনহ্যাম






ম্যানচেস্টার সিটি






ম্যানচেস্টার ইউনাইটেড






চেলসি






 
 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।