জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com
আগ্নেয়গিরির উত্তাপ নিয়ে অসীম লুকানো আমায়
কেন ঝলসানো চাও,
ছাই রঙ সুখ দেবো কি তোমায়?
অজস্র পিঞ্জর পিসে পিসে চলে প্রতিটি ঝড়ো নিঃশ্বাস
অস্থির বাতায়নে হাত রেখে বলোঃ করেছ কি বিশ্বাস?
সময় দিগন্ত অতি ক্ষুদ্র নীল রঙ
ভাবো কি এখানে আযানের নেই প্রয়োজন,
ভাবো কি গতকাল ফিরবে না কোন কালে
ভাবো কি কেবল রক্ত-ঘামের দর-দাম ইহকালে?
নভোদলে দলে দলে ঐ আত্মার উদ্গম
রিক্ত মৃত্তিকা বুকে টেনে নেয় স্বজনের দেহমন।
অবিনাশী অক্ষর আঁকা পত্র-পল্লব ও বুকে,
আঁধারে থৈ নেই, কেবলি নক্ষত্র আলোকে।
হারাতুশ্ শারকিয়্যাহ্, মদীনা
02.05.2006
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।