আমাদের কথা খুঁজে নিন

   

30 বছর ................ হায়দার হুসেন

ঘুমিয়ে পড়ার আগে......

আমার পছন্দের একটা গানের কথা তুলে ধরলাম.... 30 বছর কি দেখার কথা কি দেকছি কি শুনার কথা কি শুনছি কি ভাবার কথা কি ভাবছি কি বলার ছিল কি বলছি ত্রিশ বছর পরেও আমি সাধীনতাকে খুজছি সাধীনতা কি বৈশাখী মেলা পান্তা ইলিশ খাওয়া সাধীনতা কি বটমুলে বসে বৈশাখী গান গাওয়া সাধীনতা কি ব ুদ্ধিজীবির বকত্রিতা সেমিনার সাধীনতা কি শহীদ বেদীতে পুষ্পের সমাহার সাধীনতা কি গল্প নাটক উপন্যাস আর কবিতা সাধীনতা কি আজ বন্দি আনুষ্ঠানিকতায় কি দেখার.............................................................. ............................................................................... সাধীনতা কি ঢাকা শহরের আকাশ চুম্বিবাড়ি সাধীনতা কি ফুটপাতে শোয়া গৃহ হীন নর নারী সাধীনতা কি হোটেলে হোটেলে গ্রেন্ড ফ্যাসান সো সাধীনতা কি দুঃখিনী নারীর জরা জীর্ণ বস্ত্র সাধীনতা কি গজিয়ে উঠা অভিযাত পথসালা সাধীনতা কি অন্নের খোঁজে কিশরি প্রমোদ বালা কি দেখার.............................................................. ............................................................................... সাধীনতা কি নিরীহ লোকের অকারনে প্রন দন্ড সাধীনতা কি পানির টেঙ্কে গলিত লাশের গন্ধ সাধীনতা কি হরতাল ডেকে জীবন করা স্তবদ্ধ সাধীনতা কি খমতা হরন চলে বন্দুক যুদ্ধ সাধীনতা কি সনত্রাসি হাতে মরনাস্ত্রের গর্যন সাধীনতা কি অর্থের লোভে বিবেক বিসর্যন কি দেখার.............................................................. ............................................................................... আজ নেই বর্গি নেই ইংরেজ নেই পাকিস্তানি হানাদার আজ তবু কেন আমার মনে শুন্যতা আর হাহাকার আজ তবু কি লাখো শহীদের রক্ত যাবে বৃথা আজ তবু কি ভুলতে বসেছি সাধীনতার ইতিকথা কি দেখার.............................................................. ...............................................................................

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।