গ্রাম্য পথ ধরে হাটতে হাটতে বিকেলে চলে গিয়েছিলাম অনেকদুর। এ রকম ক্ষেত্রে আমি সাধারনত সময়ের হিসাবে তালগোল পাকিয়ে ফেলি। ভাগ্যিস একা একা বের হতে হয় না!
হঠাৎ সামনে দৃষ্টি রোধ করে দাড়াল একটি কাঠাল গাছ। উ....ল্....স! কাঠাল আমার প্রিয় ফলের মধ্যে একটি....আর সে গাছ ভর্তি অজস্র অজস্র কাঠাল।
আমার মনে হলো এখনই গাছে উঠে কাঠাল পাড়া শুরু করি।
নিজেদের বাড়ীর গাছ হলে তাই হয়তো করতাম। কিন্তু এটা কার না কার গাছ.......পরে আবার কোন বিপদে পড়ি .......এইসব ভেবে কুচিন্তায় ইস্তফা দিলাম। কিন্তু সাথের ক্যামেরায় ছবি নিতে ভুললাম না! নিজে যখন খেতে পারলাম না তখন ব্লগবন্ধুদের লোভ একটু চাঁিগয়ে তোলার বদচিন্তা আর কি......।
কিন্তু কম্পিউটারে ছবিটা ডাউনলোড করে দেখতেই 14 সন্তানের বাবা কোন এক সাবেক ডিআইজির কথা মনে পড়ে গেল। যার মধ্যে আবার 7টা বাচ্চা মাত্র দুই বছর বয়সী।
গত কয়েক দিন বিষয়টা ছিল হট টপিক।
গেল...গেল! সামনে কয়েকদিন আমার কাঠাল খাওয়া বন্ধ। মুখে আর রুচবে বলে মনে হয় না!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।