আমাদের কথা খুঁজে নিন

   

হে ঈশ্বর, মন্ত্র দে

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

ঈশ্বর আমি ডাকছি তরে কই গেলি তুই আমার ডরে, মন্ত্র দে তুই একটা জবর সব বেটাদের করি খবর। উপরে বসে পারবি না আর খবর নিতে এই দুনিয়ার, দে আমারে মন্ত্র ফুঁকে দেই শালাদের পেরেক ঠুকে। ইচ্ছেমত চুরিদারি বেনামে সব গাড়ি বাড়ি, ছাই করে দেই মন্ত্র ঝেড়ে পালায় যেন দেশটা ছেড়ে। ধর্মের কল বিকল করে ধর্মের যারা ব্যবসা করে, দে আমারে মন্ত্র দে রে উড়িয়ে দেই বোমা মেরে। লাল পানিতে গোসল সেড়ে হাতে যারা তসবি ধরে, রাতের গভীর অন্ধকারে নারীদেহ পুজা করে।

ইচ্ছে করে সব বেটাকে এক দড়িতে দেই লটকে, দে রে ঈশ্বর মন্ত্র দে শেষ লাথিটা মারি খেদে। ঈশ্বর তুই থাকিস কোথায় নাগাল তোর কেউ না পায়, মন্ত্র চাইলে রেগে বলিস কোরান বাইবেল ঘেটে দেখিস। সব মন্ত্রই দেয়া আছে ইচ্ছে হলে রাখিস কাছে, মানিনা তোর এসব বুলি পড়াবি কত চোখে ঠুলি। মন্ত্র আমার চা'ই চাই এ ছাড়া আর উপায় নাই, মন্ত্র আমায় দিবি কিনা সত্যি করে বল। আকাশ থেকে নেমে একবার আমার সাথে চল, দেখবি তুই নিজের চোখে কেমন আছি মর্ত্যলোকে।

তোর প্রিয় বান্দা সবাই সুযোগ পেলেই করছে জবাই, শ্রেষ্ঠর লেভেল নে ছিঁড়ে ফেল ইচ্ছে মত তুই এবার খেল। মন্ত্র দে রে মন্ত্র দে মানুষ হবার মন্ত্র দে পশু হবার আগেই আমার জানটা কেড়ে নে। মন্ত্র তুই দিবিনা জানি ঈশ্বরগিরি তুই ফলাবি মানবতার যাঁতাকলেই মানুষকে তুই ডলাবি মন্ত্র দে রে মন্ত্র দে হে ঈশ্বর মন্ত্র দে মন্ত্রগুনে না হয় একবার ঈশ্বর করেই দে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।