মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা
১ .
এখনও স্বপ্ন দেখি
কবিতা বুনি
আর ক্লান্ত হই স্বপ্নের পিছনে ছুটে ছুটে ।
২.
তোমার নীল ওড়নার ঝুল ধরে
ঝুল বারান্দা পেরিয়ে
টুক করে উকি দিয়ে যায় বাতিল স্বপ্ন।
৩.
কোন কুক্ষণে এই মোমবাতি গুলো জ্বলে
আবছা আলোয়
শঙ্খ নদীর মত খরস্রোতা অবয়ব
আমার সব প্রতিরোধ চুরমার করে সারা।
৪.
বৃষ্টি ও পড়েনা
রিকশার হুড ওঠেনা
আর তোমার চুলের মদিরা ঘ্রাণ
গড়াগড়ি খায় আমি বিহনে ।
৫.
কপালের টিপ কেন যেন
কখনোই ঠিক মাঝখানে বসে না
আর ঝাড়ি খাওয়াটা
আমার নিয়তি ।
একসময় হাতের কাছে একটা প্যাডে , ইচ্ছে মত দুলাইন লিখতাম । কখনো ভাবিনি ব্লগ নামের বৃন্দাবন পাব যা ইচ্ছে তা লিখব । জানলে সব ছাইপাশ জমিয়ে রাখতাম ।
=======================================
২৮ শে মে , ২০০৬
সকাল ৯:৫০
কলাম্বিয়া
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।