আমাদের কথা খুঁজে নিন

   

কবি নজরুল স্মরণে

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

ফিরে আয় নজরুল নজরুল নজরুল আয় বাবা ফিরে আয়, দেশমায়ের আঁচল আজ মাটিতে লুটায়। দসু্য, লুটেরা, জালিম আর সন্ত্রাস, দেশমাকে সবাই মিলে করছে গ্রাস। নজরুল নজরুল আয় বাবা ফিরে আয়, দেখ চেয়ে মা তোর কত আজ অসহায়। ঘুষখোর, বেঈমান, মজুতদার, বাটপার, দেশমাকে বিকিয়ে গড়ছে টাকার পাহাড়। নজরুল নজরুল আয় বাবা ফিরে আয়, বিষের বাঁশী তোর দেখ আজ কে বাজায়।

হরতাল, লুটপাট, মারপিট, ভাংচুড়, অগি্নবীণায় তোর বাজে আজ কোন সুর। নজরুল নজরুল আয় বাবা ফিরে আয়, মায়ের চোখ আজ ভিজে আছে কান্নায়। এসিডে পোড়ে মুখ সারাদেহ ঝলসায়, মানুষের চিতা জ্বলে আত্মঘাতি বোমায়। নজরুল নজরুল আয় বাবা ফিরে আয়, তোকে ছাড়া দেশ মা আজ বড় অসহায়। বিদ্রোহের আগুনে পোড়া আছে যত ব্যভিচার, ফাঁসির দড়িতে ঝুলা যারা করে অবিচার।

জনে জনে চৌদ্দ কোটি নজরুল হয়ে আজ, গড়ে তুলি নতুন এক শোষনহীন সমাজ। লোভ হিংসা কলহ নিপাত যাক চিরতরে, দেশ মা'কে গড়ে তুলি ভালবাসা সঙ্গি করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।