আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ-মেজাজের কড়চা (এক)

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

ব্লগমেজাজ (1) চারিদিকে পাগল পাগল ভাব মানুষের এই তো স্বভাব ! চরিত্রহননের নোনতা স্বাদ মুখে নপুংশক শকুনী জবাব ! ব্লগমেজাজ (2) চারিদিকে পাগল পাগল ডাক শকুনের গ্রাসে হামলা করে কালো দাড়কাক রমনা পার্কের বটমুলে সুন্দরী নাভীর আশায় বিষন্ন শুয়োরও তাই ভীষন অবাক! ব্লগমেজাজ (3) আমি ভালো না, তুমি ভালো আমার হাত কালো না, তোমার হাত কালো তোমার চুল কালো, না আমারগুলো আরও কালো আমার কথা খেলো, নাকি তোমারটা আরও খেলো আমার কান নিল তো, তোমারটি খুবড়ে নিল তোমার ছাগল ভালো না, আমারটি সত্যিই ভাল তোমার চাওনি ভালো না, আমারটি অনেক ভালো আসলে তুমি আমি দুজনেই নিকষ কালো। ব্লগমেজাজ (4) তাই তাই তাই ব্লগের দেশে যাই ব্লগের যত ভুতপেত্নী সবাইরে জিগাই কালার বাপের তিনকন্যা একটা আমার চাই। কালা আইল কলম লইয়া, পিটাই পিটাই!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।