আমাদের কথা খুঁজে নিন

   

জয় জয় পাকিস্থান।



দেশে এমনও রাজনীতিবিদ আছেন,যারা নাকি আলবত কইয়া দিতে পারে দেশের কোন দলের কি অবস্থা। কোন দল, কি কামের খেসারত দিতে বাধ্য। এসব ইনারা জায়গা না পাইয়া টকশোতে গিয়া কন। তারা আরও কন আমুলিগের সবচেয়ে বড় দুষ নাকি, এই দলে হাল্কা বাম ভাব আছে। এর লাইগাই নাকি আমুলিগ মরল।

এই দলের ভরাডুবির কারন ও এই বাম পিরীতি(বাপারটা কিছুটা শ্যাম পিরিতের মত)। কিন্তু হায়, বিধাতার কি লিলা--------- সব জায়গায়ই দেখি আমুলিগ-বাম পুঙ্গা-পুঙ্গি করে। বাম আমুলিগ্রে বেশি পুঙ্গায় নাকি আমুলিগ-ই বাম রে বেশি পুঙ্গায় সেটা বিশিষ্টজনেরাই ভাল বলতে পারবেন। আর সাধারণ মানুষ নাকি কয় “ আমুলিগ তুরা নিমকহারামি আর খাচ্রামি টা বাদ দে। আমাগো একটু শান্তিতে বাচতে দে।

দেশটা স্বাধীন হইল কি তগর খাচ্রামির লাইগা নাকি?আর বামেরা ভাল কইরা বুঝা শিখ বড় বড় কথা কইয়া দেশের চুল উপড়ানো যায় না। কার্ল মারক্সরাও একটা মানুষ আছিল, আর তগর ডাইলগ আর লুকোচুরি ও একটা ধারা! মার্ক্স বৎসরের পর বৎসর লাইব্রেরীতে পইরা থাকছে, পাগলের মত খাটছে সমাজের হাল চাল বুঝার লাইগা!!, আর তুরা দেশের মানুষ আর সরকার দুই পক্ষরেই হাল-চাল শিখাস! সময় নে, ভাব, নাইলে নিমকহারামের দলে নাম লেখানর জন্য প্রস্তুত হ, নিজের অজান্তে। নয়ত হারিয়ে যা , অতিতে যারা হারিয়ে গেছে বিভিন্ন ডান মিয়াদের দলের ভিরে ” দেশ আজ মোটামুটি অনিশ্চিত অবস্থার মধ্যে আছে। স্বাধীনতার এতো দিন পরও আজ আমরা ঐক্যবদ্ধ হতে পারলাম না। রাজনৈতিক দলগুলো তাদের মুকস্থ খাচ্রামি করতেছে।

বাম দলগুলো তাদের পন্ডিতি ভুটানো কথাবাত্রা একই হারে চালিতেছে। আর এদের মদ্ধেও ভাগের শেষ নাই। অন্যদিকে দেশের ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠী ও মৌলবাদী দলগুলো ,ধর্মান্ধ জনগণকে পেয়ে তাদের কাজ শান্তিতে করতেছে। এভাবে চলতে থাকলে আশা আমরা করতেই পারি, এদেশের অবস্থা পাকিস্থান আর আবগানিস্থানের মত হতে বেশি দেরি হবে না। মৌলবাদীরা আসলে বসে নেই।

আম পাবলিকের মাথায় ইতিমধ্যে এক ধর্মের, আর এক ধর্মের মানুষের দেশ বানানর পরিকল্পনা ঢুকান হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা। বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। জয় জয় পাকিস্থান।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।