আমাদের কথা খুঁজে নিন

   

১৪ মাসে ৫৩ লাখ হেঁচকি!

আয়ারল্যান্ডের ড্যানিয়েল ক্ল্যাভিন একটি জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য-সমস্যায় ভুগছেন। গত ১৪ মাস ধরে বিরামহীনভাবে হেঁচকি তুলে চলেছেন ৩৭ বছর বয়সী এই যুবক।

গত বছরের জুলাই মাস থেকে শুরু করে এ পর্যন্ত ক্ল্যাভিন প্রতি ৭ সেকেন্ডে একবার করে হেঁচকি তুলছেন। চিকিৎসাশাস্ত্রে অদ্ভুত এ অবস্থাকে ‘সিনক্রোনাস ডায়াফ্রাগম্যাটিক ফ্লাটার’ বলা হয়।

২০১২ সালের জুলাইয়ে একটি পার্টিতে গিয়ে তিনি বিয়ার ও স্পিরিটের একটি মিশ্রণ পান করেছিলেন।

সেই দিন সকাল থেকে এ পর্যন্ত তিনি মোট ৫৩ লাখ বার হেঁচকি তুলেছেন। আর এ সমস্যার কারণে ক্ল্যাভিন সারা রাত জেগে কাটিয়ে দেন। চোখ লেগে আসা মাত্রই হেঁচকি।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, এনডোস্কোপি, ক্যাট স্ক্যান ইত্যাদি টেস্ট করিয়েছেন তিনি। ডায়েট বা খাদ্যাভ্যাস পরিবর্তন করেছেন।

ট্র্যাঙ্কুইলাইজার জাতীয় ওষুধ সেবন করেছেন। নানা চেষ্টা করেও বিফল তিনি।

তবে, ক্ল্যাভিনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। হাল ছাড়েননি তিনি। এভাবে হয়তো কোন একদিন এ কঠিন সমস্যা থেকে মুক্তি পাবেন তিনি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।