আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ-পূজায় ২২ হাজার কোটি টাকার নতুন নোট

কোরবানির ঈদ ও দুর্গা পূজাকে সামনে রেখে বাজারে ২২ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এরমধ্যে ১০ হাজার কোটি টাকার নোট থাকবে সম্পূর্ণ নতুন আর বাকি ১২ হাজার কোটি টাকার নোট থাকবে আংশিক নতুন। রবিবার থেকে এসব নোট বাজারে সরবরাহ শুরু হবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অফিসার মো. সাইফুল ইসলাম খান বলেন, ধর্মীয় উৎসবে ছোট ছেলেমেয়েদের নতুন নোট উপহার দেয়ার রেওয়াজ অনেক পুরনো।

রোজার ঈদে ১৭ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হয়েছিল। এবার দুই ধর্মের বড় দুটি উৎসব কাছাকাছি সময়ে পড়ে গেছে। তাই বাংলাদেশ ব্যাংক ২২ হাজার কোটি টাকার নোট বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে।

তিনি জানান, এবার বেশিরভাগই থাকবে ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট। ২, ৫, ১০, ২০ ও ৫০ টাকার নোট কম ছাড়া হচ্ছে।

এগুলো সপ্তাহের শেষ দিক থেকে ছাড়া হবে।

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন শাখা থেকে এসব নোট সরবরাহ করা হয়।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।