আমাদের কথা খুঁজে নিন

   

ধার করে ঘি খাওয়া

প্রকশলী, রাজনৈতিক বিশ্লেষক, ব্লগ লেখক। অনেক দিন পর ব্লগ লিখতে বসলাম আর এমন একটা সময় ব্লগটা লিখছি যখন ব্লগার আসিফ আততায়ীর ছুরিকাঘাতে হাসপাতালে। আসলে আমার মত শখের ব্লগারদের ব্লগ লেখা আর রাত ১২.০০ টার পর টেলিভিশন চ্যানেল গুলোর “টক শো” এর মধ্যে পার্থক্য খুবই কম । দুই জাইগাতেই শুধু বড় বড় কথার ফুলঝুরি। তবে একটা মৌলিক পার্থক্য অবশ্য আছে আর সেটা হচ্ছে “টক শো” তে অংশগ্রহনকারী ব্যাক্তিগন কথাগুলো শুধুমাত্র ক্যামেরার সামনে বলেন কিন্ত ক্যামরার আড়ালে নিজের অবস্থানে অনড় ।

দেশের ভালোর জন্য এটা করতে হবে ওটা করা উচিত ইত্যদি সব কথা তাদের মুখস্ত, কেউ আবার নোট আকারে নিয়ে আসেন। বেশিরভাগই আসেন রাজনৈতিক নেতৃবৃন্দ অথচ পরের দিনই জনসভাই অথবা রাজপথে “টক শো” এর নীতিকথা গুলো উনারা ভুলে যান। অপরপক্ষে দেশের প্রতি অপরিসীম ভালবাসা থাকা সত্ত্বেও আমাদের মত ব্লগাররা কিছুই করতে পারি না তাই নীতিকথা গুলো শুধু ব্লগেই লিখি তবে ফলাফল দুইটারই শূন্য। সম্প্রতি একটা বিষয় আমাকে খুব ভাবিয়ে তুলল । “৮০০০ কোটি টাকার অস্ত্র কিনতে যাচ্ছে বাংলাদেশ” খবরটা পড়ে প্রথমে ভালই লাগছিল কিন্তু পরে যখন জানতে পরলাম সেটা ঋণের টাকা দিয়ে তখন কিছু প্রশ্ন প্রাসঙ্গিক ভাবেই মনে এসে গেল।

নিজেকে সান্ত্বনা দেয়ার জন্য নিজেই উত্তর খোজার সর্বোচ্চ চেষ্টা করে ব্যার্থ হয়ে অবশেষে লিখতে বসলাম। বাস্তবতা যেখানে এমন- জালানী তেলের মত নিত্য প্রয়োজনীয় জিনিস এর দাম দফায় দফায় বাড়তে বাড়তে আকাশ চু্ম্বী, স্টক মার্কেটের শোচনীয় অবস্থা, রাজনৈতিক দলগুলোর তথাকথিত জনগনের দাবী আদায়ের ঊপর্যপরি কর্মশুচিতে অর্থনীতির নাজুক অবস্থা, দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধগতি, রাষ্ট্রায়ও্ব ব্যাংক সমুহের তারল্য সংকটসহ হাযার হাযার কোটি টাকার ঋণের ভারে নতজানু অর্থনীতি। যে দেশ সীমান্তে নির্বীচারে মানুষ হত্যার সামান্য প্রতিবাদ টুকু জানায় না ঊপরুক্ত বিষয় সমূহ বিবেচনা করে সে দেশের জন্য এত বিপুল অংকের টাকা ঋণ নিয়ে অস্ত্র কেনাটা আমার কাছে “ধার করে ঘি খাওয়া” বলে মনে হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।