Urgent news for all Pharmacist
অবশেষে বহুল আলোচিত বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল পুনর্গঠন এবং আগামী পহেলা মার্চ ফার্মাসিস্টদের পরীক্ষা অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে ফার্মেসী কাউন্সিলের সভাপতি সিনিয়র স্বাস্থ্য সচিব মুহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিতে অনুষ্ঠিত সভায় ফার্মেসী কাউন্সিল পুনর্গঠন করা হয়। এই প্রথমবারের মত ফার্মেসী কাউন্সিলের সহ সভাপতির পদ নির্ধারণে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ফার্মেসী কাউন্সিলের বর্তমান সহ সভাপতি সুভাষ সিংহ রায় এবং বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল সোসাইটির সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী সহ সভাপতির গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই প্রথমবারের মত গোপন ব্যালটের মাধ্যমে সহ-সভাপতি নির্বাচন করা হয়।
১৪ সদস্যের ফার্মেসী কাউন্সিলে নাসের শাহরিয়ার জাহেদী ৮ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী সুভাষ সিংহ রায় পেয়েছেন ৪ ভোট। সিনিয়র স্বাস্থ্য সচিব মুহাম্মদ হুমায়ুন কবির ভোট দানে বিরত থাকেন এবং ঔষধ শিল্প সমিতির প্রতিনিধি অনুপস্থিত ছিলেন।
এদিকে, ফার্মেসী কাউন্সিল পুনর্গঠন হওয়ার ফলে বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ও বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটির দীর্ঘ দিনের দাবি পূরণ হলো এবং এখন গ্রাজুয়েট ফার্মাসিস্ট ও সি ক্যাটাগরীর ফার্মাসিস্টদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুনরায় শুরু হবে। ফার্মেসী কাউন্সিল যথাযথভাবে পুনর্গঠন না করায় গত দুই বছর ধরে ফার্মাসিস্টদের পরীক্ষা অনুষ্ঠান ও রেজিস্ট্রেশন বন্ধ রয়েছে।
Click This Link
পড়ালেখা শুরু করতে হবে আবার। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।