তোকে ছাড়া অলস সময়, মন আনচান করে,
তুই যে আমার সবটি ক্ষণ, আয় না কাছে ফিরে।
আদর দিব, সোহাগ দিব, দিব ভালবাসা,
জড়িয়ে ধরে বুকে নিব, দুষ্টুমিতে ঠাঁসা।
হব তোর কাল কেশী, ছড়িয়ে রইব পিঠে,
লেপটে থেকে ঘ্রাণ নিব, সুবাস যেন মিঠে !
হব তোর ঝুমকা দুল, দুলব ঐ কানে,
ফিসফিসিয়ে কইব কথা, মন যে শুধু টানে।
অস্থির মন, করে আলাপন, জানিস কি তুই, সখী ?
আয়না ফিরে, ডানা মেলে, মায়া দিবি মাখি।
হব আমি তোরি কপোত, তুই হবি কপোতী,
বাকবাকুম পায়রা হয়ে, গড়ব সুখের বসতী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।