আমাদের কথা খুঁজে নিন

   

বউ এর একা একা ছুটে চলা.................

ভাল কিছু লিখার প্রত্যাশায় লিখি..

চলছে খাওয়া দাওয়া পর্ব। আমার বউ নিজের হাতে সেই সাতসকাল থেকে একে একে রান্না করেছে সমস্ত পছন্দের খাবার। গত দুই দিন শুধু খাবার মেনু আর আয়োজন কি করা যায় সেটা নিয়েই ভেবেছে। আমার এম.বি.এ শেষ করার পর এম.বি.এ-র কিছু বন্ধুদের ( বউ সহ) দাওয়াত দেওয়া হয়েছে। গত দুই বছর এম.বি.এ করার জন্য প্রতিটি শুক্রবার ও শনিবার ছিলাম বাড়ির বাহিরে।

একটা সেমিস্টারে এত এত পরীক্ষা যে বউকে সময়ই দিতেই পারি নি। একদিন ও পারি নি বাহিরে কোথায় ঘুরে আসতে। আর আমার বউ সারাদিন ব্যস্ত থেকেছে আমার দুই বছর বয়সী ছেলে আর আমার বয়স্ক বাবার সেবা করে। খাওয়া দাওয়ার পর্ব শেষ। এবার বিশ্রামের পালা।

বিকেলে সব বন্ধু মিলে ঘুরতে বের হব। বন্ধুর একসাথে থাকলে কি ভালভাবে বিশ্রাম নেওয়া যায়? কেউ চিল্লায় তো কেউ গান গায়, কেউ হাসে তো কেউ ছবি তুলে। যাই হোক তিন ঘন্টার বিশ্রাম শেষ। এবার বিকালের নাস্তার পালা। আমার বউ দুপুরের খাবারের পর থেকেই রান্না ঘরে পিঠা সহ নানা রকম নাস্তার আয়োজনে ব্যস্ত।

সবাই হাতমুখ ধুয়ে আবার খাবার টেবিলে বসলাম। যম্পেস নাস্তা শেষ করে বাসা থেকে বের হবার জন্য তৈরী হলাম। বিকেলের সুর্য তখন অস্ত যায় যায়। আমরা রিক্সায় উপর সাওয়ার হয়েছি গন্তব্যে যাওয়ার জন্য। সবার মধ্যে ফুরতি ফুরতি ভাব।

তবে বিদায় বেলায় বউ এর মনের অবস্থাটা আমাকে বেশ কষ্ট দিল। কেউ না বুঝলেও আমি তার কষ্টটা আচ করতে পারলাম। সত্যিই তো কষ্ট হবার কথাই। সারাদিন অফিস করে বাড়ি ফিরি আমি। আর আমার বউ সারাদিন বাচ্চা আর বাবাকে নিয়ে ব্যস্ত থাকে।

আমি যখন বাসায় ফিরি তখন আমার সেবায় ব্যস্ত হয়ে পরে। আমার ছেলে আর বাবাকে খাওয়াদাওয়া শেষে ঘর গুছিয়ে বাচ্চাকে ঘুম পারিয়ে যখন শুতে যায় তখন আলো আধারিতে একটুকু ভালবাসার জন্য তার উপর হামলে পরি আমি। তারপর আবার চিরচেনা সকাল। আবার আমার অফিসের জন্য দুপুরের খাবার টিফিনে সাজিয়ে দেওয়া, বাচ্চাকে খাওয়ানো, বাবাকে খাওয়ানো। রিক্সায় উঠার পর গোটা পথ ভাবনায় ডুবে থাকলাম।

মেয়েদের এত ধর্য্য আসলেই চিন্তা করার বিষয়। সৃষ্টিকর্তার এক নিদারুন সৃষ্টি। চিন্তা করলাম এর পর থেকে বউকেই বেশী সময় দিব। তার একা একা ছুটে চলার সঙ্গী হলে নিশ্চয় কিছুটা ভাল লাগবে। কি ভাবে যে সারাটাদিন একা একা কাটে এটাই ভাবনায় থাকল সারাটা সন্ধা।

বউকে বলতে ইচ্ছা করছে তার ধোর্য আমায় মুগ্ধ করে...........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।