আমাদের কথা খুঁজে নিন

   

মন হারাই গাঁদা ফুলের রাজ্যে!

গাঁদা অনেকেরই প্রিয় ১ টা ফুল। কেউ কেউ গাঁদা নিয়ে আলাদা করে লিখতে অনুরোধ করায় আমার এই লেখা। শীত অথবা গরম ১২ মাসই গাঁদা ফুল ফোটে। গাঁদার বীজ অথবা কাটিং যেকোনো ভাবেই চারা তৈরি করা যায়। হাইব্রিড এফ১ মেরিগোল্ড ইনকা এর চারা তৈরি পদ্ধতি বীজ থেকে চারা করতে চাইলে মাটি একদম মিহি করে চেলে নিতে হবে, মাটির সাথে নারিকেলের ছোবড়ার মিহি কুচি মিশিয়ে নিতে হবে।

এতে মাটি সবসময় ভেজা ভেজা থাকবে, চারা গজানোর হারও বেশি হবে। ফুল ফোঁটার আগের অবস্থায় গাঁদা এমনি এক ফুল যার জন্য বিশেষ কোন যত্ন না করলেও চলে। তবে অবশ্যই রোদে রাখতে হবে। ১ টি ১০ ইঞ্চি টবের জন্য আধা চামচ ইউরিয়া, আধা চামচ টি এস পি, আধা চামচ পটাস আর টবের ১/৪ পরিমাণ পচা গোবর আর অল্প পরিমাণ পচা সরিষার খৈল মিশিয়ে নিয়ে ২০-৩০ দিন বয়সী চারা গাছগুলো লাগিয়ে নিতে হবে। ফুলসহ গাঁদা গাছ চারা গাছ লাগানোর জন্য ভালো সময় হল বিকেল বেলা।

চারা লাগানোর পর ১/২ দিন চারাগুলোকে হাল্কা রোদ/পুরোপুরি ছায়ায় রাখতে হবে। তারপর ১/২ দিন পর সরাসরি রোদে রাখা যাবে। চারা গজানোর সময় থেকে প্রথম এক মাস - দেড় মাস গাছগুলো ঢেকে রাখতে হবে এমনভাবে যেন রোদ পায় ঠিকমতো কিন্তু পাখি চারা খেয়ে না ফেলতে না পারে। ফুলসহ গাঁদা গাছ প্রতিদিন বিকেল/সকাল এ নিয়ম করে পানি দিতে থাকুন। ১০-১২ দিন পর পর মাটি খুঁচিয়ে অল্প পরিমাণ পচা সরিষার খৈল এর পানি মিশিয়ে দিন।

হাইব্রিড ইনকা গাঁদা ফুল ২০-২৫ দিন পর পর কীটনাশক ব্যবহার করুন। আস্তে আস্তে ১ টা ২ টা করে ফুল ফোঁটা শুরু করবে আর কিছু দিনের মধ্যেই ফুলে ফুলে ছেয়ে যাবে পুরো গাছ। ফুলের ভারে ডাল নুয়ে পড়েছে গাদার অনেক ভালো জাত আছে, তবে হাইব্রিড এফ১ মেরিগোল্ড ইনকা এই জাতটিই আমাদের দেশে সবার প্রিয়। এটার গাছ থাকে খুব এ ছোট, শাখা থাকে অনেক বেশি আর ফুল এত বড় হয় যে ফুলের ভারে গাছ থেকে ফুল ভেঙ্গে পরে যায়। ফুলের পরিমাণ হয় এত বেশি যে ফুলের জন্য গাছের পাতাই দেখা যায় না।

সাদা গাঁদা (আমার অনেক প্রিয় ফুল এটা) যেকোন ভালো নার্সারিতে হাইব্রিড এফ১ মেরিগোল্ড ইনকা এর চারা পাবেন, আর বীজ সাধারণত খুচরা বিক্রি হয় না। তবে শীতকালে এই জাতের খুচরা প্যাকেট বীজ পাওয়া যায় ঢাকার সিদ্দিকবাজারের "মানিক সীড" এ। পাতার চেয়ে ফুলের পরিমাণই বেশি ১ বার গাঁদা লাগানোর পর সাধারণত আর কিনতে হয় না। গাছগুলো ফুল দেয়া শেষে কাটিং করে নতুন চারা তৈরি করে নেয়া যায়। তো আসুন হারাই গাঁদা ফুলের রাজ্যে! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।