আমার আগের টিউনে আপনাদের সাড়া পেয়ে এখন আপনাদের জন্য ”সিম্বিয়ানের মজা নিন” নামে ধারাবাহিক টিউন লেখা আরম্ভ করেছি। আশা করি আগামিতেও আমার সাথে থেকে আমাকে উৎসাহ দিবেন।
দুঃখের বিষয় আমার আগের আইডিটি আমাকে কোন মেসেজ না দিয়ে ব্যান করা হয়। তাই টেকটিউনস মডারেটরদের বলছি এত কঠোর হবেন না। যে টিউনটিতে নীতিমালা ভঙ্গ হবে শুধু এই টিউনটা মুছে ফেলতে পারেন।
তাই বলে একটি ভুলের জন্য টিউনারের সব গুলা টিউন মুছে ফেলা এবং টিউনারশিপ বাতিল করা উচিত নয়। অন্তত ব্যান করার আগে কোন সতর্কতামূলক মেসেজ দিয়ে অবহিত করা উচিত। অনলাইন জগতে যেখানে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে ভুল করলে বার বার সেই ভুলটি তারা মেসেজ করে দেয় এবং সংশোধনের উপায় বলে দেয়। বিষয়টিতে টেকটিউনস মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি।
যাই হোক কাজের কথায় আসি।
আগের টিউনে বলেছিলাম “আমরা জানি এন্ড্রয়েড ছাড়া বড় কোন গেইম সিম্বিয়ান মোবাইলে খেলা যায় না! কিন্তু আপনি জানেন কি সিম্বিয়ান মোবাইলের জন্যও ১০০এমবি-২০০এমবি-র গেম আছে। যা খেললে আপনি সব ভুলে যাবেন। ”। হ্যা আমি আমার সেই কথা রাখতেই আজ আপনাদের সামনে হাজির হয়েছি সেইসব বিগ গেইমস (এইচডি) নিয়ে। সিম্বিয়ান মোবাইলের আসল যে মজাটা তা হল, এইচডি কোয়ালিটির গেইম খেলা।
আমরা অনেকেই এসব গেইমস না পেয়ে সিম্বিয়ানে জাভা গেইমস খেলি। যার দরুন কোন মজাই পাই না।
সিম্বিয়ান ব্যবহারকারীর বেশির ভাগই হল s60v3 or s60v5 User. তাই আমি আপনাদের জন্য এই ভারসনের গেইমগুলা নিয়ে হাজির হয়েছি। তো আপনি নামতে প্রস্তুত তো। গেইমগুলো খেললেই বুঝতে পারবেন আসলে ওগুলা কি! কিভাবে খেলতে হবে তা আশা করি বলে দেওয়া লাগবে না।
কাজেই আমি মনে করি সরাসরি ডাউনলোড লিন্কগুলো দিয়ে দেয়া উচিত।
S60V3 মোবাইলের জন্য অবাক করা সব এইচডি গেইমস [৫ এমবি থেকে শুরু করে ১৬০ এমবি]
* Shadow_Warrior_1.03en.sisx [23.3MB]
Download
** Assassins Creed HD.sis [162.25 MB]
DOWNLOAD
*** Astraware_Casino_v1.4en.sis
DOWNLOAD
**** asphalt4hd_n6220c_n6210_signed.sis [4.4 MB]
DOWNLOAD
***** Snake_Deluxe_v2_10_Nokia_S60v3_E71_E72_E63_E61_EN_RUS_DE_IT_FR_ES_PR_320x240.sis [3.56 MB]
DOWNLOAD
****** asphalt5HD_n8.sis [144.45 MB]
DOWNLOAD
******* Avatar HD.sis [127.32 MB]
DOWNLOAD
******** Tetris HD_n8.sisx [7.13 MB]
DOWNLOAD
* Download s60v5-3D-games.zip [55MB]
Downlaod
এ ধরণের আরো আনকমন কিছু পেতে আমার ব্লগে আসতে পারেন
পোস্টটি যদি আপনার সামান্য উপকারে আসে তাহলে আমার ফেসবুক ফান পেজে একটি LIKE দিলে খুশি হব।
তো ডাউনলোড করুন আর এনজয় করুন। আজ আর নয়। আগামী টিউন করতে আমাকে উৎসাহিত করুন।
খোদা হাফেজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।