আমাদের কথা খুঁজে নিন

   

★ক্রিটিক'স কাট★ সেরা মুভি কিভাবে নির্বাচিত হয়?

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com সেরা মুভির তালিকা করাটা সত্যিই বেশ কঠিন, যদি;- এক. তালিকাটি চৌর্যবৃত্তির আশ্রয় না নিয়ে মৌলিক হয়। দুই. তালিকাটি সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে হয়। একটি তালিকা দুই ভাবে মৌলিক হতে পারে। এক. প্রিয় মুভির নাম সন্নিবেশ। কিন্তু ব্যক্তিগত পছন্দের মুভির নাম নিলেই কি সেরা মুভির তালিকা হয়? দুই. সেরা মুভির নাম সন্নিবেশ।

এটা কিভাবে সম্ভব? মুভি সেরা কিনা সেটা নির্ধারণ করে দিবে কে? 'প্রিয় মুভির তালিকা' মৌলিক হলেও এটির সমস্যা হলো তালিকাটি 'সেরা মুভির তালিকা' বলে জনগণের কাছে পেশ করা যায় না। যে কেউ তার প্রিয় মুভিগুলোর কথা অন্যদের জানাতে পারে। মুভিগুলো দেখার জন্য বন্ধুদের বলতে পারে। আড্ডায় ঝড় তুলতে পারে। কিন্তু তার 'প্রিয় মুভি' যে 'ভালো মুভি' হবে সেই নিশ্চয়তা নেই।

তাই 'প্রিয়' অথচ 'বাজে মুভি' দেখতে বলে অন্যের মূল্যবান সময় অপচয় করার অধিকার কারও আছে বলে মনে করি না। মুভি 'প্রিয়' দেখেই 'সেরা মুভি' এবং 'অপ্রিয়' দেখে 'বাজে মুভি' বলা যাবে না। প্রিয় মুভিগুলো আসলেই ভালো কি মন্দ সেটি আগে নিশ্চিত হতে হবে। সে পর্যন্ত - 'মুভিগুলো ভীষণ ভালো লেগেছে তাই প্রিয়' - এটাই শুধু বলা যাচ্ছে। অন্যদিকে, কেউ তার ভালো লাগা মুভিগুলোর কথা আপনাকে জানালো কিন্তু 'রেকমেন্ড' করলো না, আপনি নিজের ভালো লাগার নিশ্চয়তা না থাকা শর্তেও যদি তার পছন্দে ভরসা রেখে স্ব-উদ্যোগে মুভিগুলো দেখে আর্থিক বা সময়ের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হন- অর্থাৎ মুভি যদি আপনার ভালো না লাগে তবে যৌক্তিক কারণেই মুভির খোঁজ দেয়া ব্যক্তিটিকে আপনি দোষারোপ করতে পারেন না।

মুভি সেরা না জঘন্য, ভালো কি মন্দ, এসব নির্ধারণ করেন যারা চলচ্চিত্রের আদি-বর্তমান ইতিহাস জানেন, যারা চলচ্চিত্রের আঙ্গিক-কাঠামো বোঝেন, চিত্রনাট্য থেকে সম্পাদনা পর্যন্ত যথেষ্ট ধারণা আছে, চলচ্চিত্রের নন্দনতত্ত্ব জানেন, যারা চিত্রভাষা পড়তে পারেন, চলচ্চিত্র বোঝার ক্ষমতা রাখেন- সেই লোকেরা। মুভি ভালো লেগেছে, ভালো লাগেনি - এসব সবাই বলতে পারি। মুভিটা ভালো হয়েছে, মুভিটা ভালো হয়নি - এভাবে বলে আমরা মুভি ভালো-মন্দ লাগার সাধারণ মতামতটাকে একটা আবরণ দিয়ে অলঙ্কৃত করি- এর বেশি কিছু না। কারণ মুভির প্রকৃত মূল্যায়ন তো সবাই করছেন না। এই দায়িত্বটা সবার না।

বিশেষ যোগ্যতা বলে বিশেষ দায়িত্ব বর্তায়। সবার কাছে সব কিছু গ্রহণযোগ্য করা যায় না। সবার আলাদা ওপিনিয়ন আছে, সবাই নিজ নিজ ওপিনিয়ন গুণে বিজ্ঞ। সবাই আমার মতামত মানবেন আশা করি না। সবার ওপিনিয়ন রাজ্যে সবাই সেরা।

কিন্তু একটা কথা বুঝতে হবে, বিচার শেষে ভুল ওপিনিয়ন ধরা খেয়ে যায়। _______ ★ক্রিটিক'স কাট★ ভালো মুভি, মন্দ মুভি চেনার সহজ উপায়  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।