জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।
উপরের ছবিটি রাজধানী ঢাকার সদরঘাটের। সদরঘাটের আশে-পাশের এলাকা ঘুরলে মনে হয় এই নদীর কোন অভিভাবক নাই। অভিভাবক থাকলে কি আর এই রকম অপরিচ্ছন্ন থাকত? নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে। এর জন্য দায়ী কারা? কারা এই নদীর পরিবেশ দুষণ করছে? তাদেরকে কি ধরে বিচার করা যায় না? রাজনীতিবিদরা দেশ নিয়ে কত স্বপ্ন দেখেন।
অতচ এই চিত্র দেখলে মনটা খারাপ হয়ে যায়।
উপরের চিত্রটি দুবাই ক্রিকের। এই নৌকার মাঝিরা বেশীর ভাগ বাংলাদেশী। তারা দুবাই ক্রিককে পরিস্কার-পরিচ্ছন্ন রাখে। নোংরা করলে যে দেশে চলে যেতে হবে সেই কথাটি মাথায় রেখে তারা এই ক্রিকে ময়লা-আবর্জনা ফেলে না।
প্রতিদিন দুবাই ক্রিকে পরিস্কার অভিযান চলে। আর আমাদের দেশে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।