আমাদের কথা খুঁজে নিন

   

মন চাইছে বেড়াতে

যাই যাই করে হয়নি যাওয়া নওগাঁ পাহাড়পুর
কতই বা আর দূর!
ইচ্ছে থাকার পরও আজও যাইনি ময়নামতি
কী করে যাই আমার তো নেই পাখির ডানার গতি।
 
যাইনি আজও মহাস্থানগড়
এই পৃথিবী আমারই ঘর
ঘরেই থাকছি। ঘরেই খেলছি। অন্তরে ছবি আঁকছি
জানলার ধারে উদাস কণ্ঠে পাখিদের কাছে ডাকছি।
 
পাখিরা শোনে না।

উড়ে যায় দূরে।
আমি যে বড্ড একা
বিশ্বাস কর, আজও আমার হয়নি সাগর দেখা।
 
দেখিনি আজও দিনাজপুরের কান্তজি মন্দির
পাথরের নদী জাফলং আর রামসাগরের তীর।
দেখিনি আজও চায়ের বাগান, দেখিনি চলনবিল
বৌদ্ধবিহার, মাধবকুণ্ড, ঝরনাধারা, ঝিল।
মুক্তাগাছার জমিদারবাড়ি, দেখিনি সোনারগাঁও
খাগড়াছড়ির পাহাড়ের কোল, ঢাকা লালবাগ, তাও!
 
দেখিনি আজও সূর্যোদয়ের অপরূপ কুয়াকাটা
শিশির জমানো ঘাসের বুকেতে আজও হল না হাঁটা।


দেখিনি জোয়ার দেখিনি ভাটা অমাবস্যার কালো
আজও দেখিনি খোলা মাঠে শুয়ে জ্যোৎস্না চাঁদের আলো।
 
দেশে এত কিছু দেখার রয়েছে দেখিনি কিছুই তার
অভিমানে-ক্ষোভে বলব কি আর, বুকটা রয়েছে ভার।
ইতিহাসে পড়া ঐতিহ্যে গড়া স্থাপত্যকলা ছবি
আমার বইয়ে সৌরভ ছড়ায় কত না বাউল কবি।
লালন ফকির হাসন রাজার প্রিয় স্বদেশের ভূমি
হৃদয় ভরিয়া নয়ন মেলিয়া হয়তো দেখেছ তুমি।
আমি তো দেখিনি।

যাইনি কোথাও।
তোমরাই বলো তবে
ভ্রমণপিপাসু এ মন আমার, ঘুরব বেড়াব কবে?
 
দেখার জন্য জানার জন্য ঘুরে না বেড়ালে হয়?
ঘুরে ঘুরে কত সাহসী মানুষ বিশ্ব করেছে জয়।
মাকে গিয়ে তাই বলি,
এইবার যদি বেড়াতে না নাও একলাই তবে চলি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।