আমাদের কথা খুঁজে নিন

   

কর মেলা: লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আদায়

এ বছর এক হাজার ১১৭ কোটি ৪০ লাখ ২৩ হাজার ৪৩৯ টাকার কর আদায় হয়েছে, যা গত বছরের চেয়ে সোয়া তিনশ কোটি টাকা বেশি।
চলতি বছর আয়কর মেলা থেকে এক হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল জাতীয় রাজস্ব বোর্ড। এক্ষেত্রে আদায় হওয়া কর লক্ষ্যমাত্রার চেয়েও ১১৭ কোটি টাকা বেশি।
গতবছর ৮শ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে আদায় হয়েছিল ৮৩৮ কোটি টাকা।
করদাতাদের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে রোববার শেষ হয় সাত দিনের আয়কর মেলা।

প্রতিদিনের মতো শেষ দিনেও আয়কর মেলায় ছিল করদাতাদের উপচে পড়া ভিড়।
গত ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সকল বিভাগীয় শহরে সাত দিনব্যাপী, অপর ৫৪টি জেলা শহরে দুই দিনব্যাপী এবং তিনটি পার্বত্য জেলায় ট্রাকযোগে এক দিনের আয়কর মেলা অনুষ্ঠিত হয়।
এই প্রথমবারের মত দেশব্যাপী আয়কর মেলা করা হলো।
ঢাকাসহ দেশব্যাপী আয়োজিত আয়কর মেলার শেষ দিনে রোববার মোট ১,০০,৭৮৭ জন করদাতাকে সেবা প্রদান করা হয়েছে। নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন ২,২৫৬ জন করদাতা।

বিদ্যমান করদাতাদের  মধ্যে ১৬৮১০ জন করদাতা নতুন ই-টিআইএন পদ্ধতিতে পুনঃনিবন্ধিত হয়েছেন।
আয়কর মেলার শেষ দিনে আয়কর রিটার্ন জমা পড়েছে ২৯,৩১০টি এবং আয়কর আদায় হয়েছে ৩১৭  কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৮৪৯ টাকা।
আয়কর মেলার শেষ দিন পর্যন্ত সারা দেশে মোট ৫,১০,১৪৫ জন করদাতাকে সেবা প্রদান করা হয়েছে। নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন ১২,৩৩৭ জন।
বিদ্যমান করদাতাদের মধ্যে ৭৪,৩৫৬ জন করদাতা নতুন ই-টিআইএন পদ্ধতিতে পুনঃনিবন্ধিত হয়েছেন।


আয়কর মেলার শেষ দিন পর্যন্ত আয়কর রিটার্ন জমা পড়েছে ১,৩২,০১৭টি এবং সর্বমোট আয়কর আদায় হয়েছে ১১১৭ কোটি ৪০ লাখ ২৩ হাজার ৪৩৯ টাকা।
গত ১৬ সেপ্টেম্বর ঢাকায় বেইলী রোডে অফির্সার্স ক্লাবে সপ্তাহব্যাপী মেলা উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।