ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, এতে হাতের পরিবর্তে মস্তিষ্কের চিন্তাশক্তির মাধ্যমে কম্পিউটারে সিগনাল পাঠানো যাবে। এভাবে কম্পিউটারের গেইমও নিয়ন্ত্রণ করা যাবে চিন্তার মাধ্যমে।
গেইমটি খেলতে হলে মাথায় বিশেষ প্রযুক্তির একটি টুপি পড়তে হবে। এটি তারের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকবে। এতে কম্পিউটারের সঙ্গে মস্তিষ্কে যোগাযোগ স্থাপন করা হবে।
গেইমটি খেলার সময় ডান বাহুকে নাড়ানোর কল্পনা করলে ডান দিকের অংশ নিয়ন্ত্রণ করা যাবে। এভাবে বিভিন্ন দিকে মনোনিবেশ করে কম্পিউটারে গেইম খেলা যাবে।
মেডিটেশনের মতো কল্পনায় দৃশ্যপট তৈরির মতোই বাস্তবে কম্পিউটার নিয়ন্ত্রণ করতে কিছুক্ষণ চেষ্টা করতে হবে। কারণ যারা মেডিটেশন কখনও করেননি তাদের জন্য মন নিয়ন্ত্রণ করা কিছুটা কঠিন হতে পারে। এ জন্য চর্চার মাধ্যমে মনকে স্থির করতে হবে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, কোনো কমান্ড করার সময় তা ব্রেনের কোষ কর্টেক্সের মাধ্যমে কম্পিউটারে সিগনাল পাঠাবে। এতে হাতের নাড়াচাড়া ছাড়া মস্তিষ্কের চিন্তাভাবনা দিয়ে কম্পিউটার নিয়ন্ত্রণ করা যাবে।
এভাবে মনের সঙ্গে কম্পিউটারের যোগাযোগ ঘটিয়ে দৈহিক ও মানসিক আঘাতজনিত রোগীরা এটি খেলতে পারবেন। আর একে ট্রমা রোগীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হিসেবেই বিবেচনা করছেন নির্মাতারা।
২০১৪ সালে গেইমটি বাজারে ছাড়া হবে বলে আশা করছেন নির্মাতারা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।