আমাদের কথা খুঁজে নিন

   

শ্রমিক-মালিকদের যুক্তিতর্ক বিবেচনা করছি: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর দাবি আদায়ের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, তৈরি পোশাকশিল্পের বেতন বাড়ানোর বিষয় নিয়ে শ্রমিক ও মালিকদের যুক্তিতর্ক সরকার বিবেচনা করছে। এ কারণে দেশে এখনো কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।
আজ সোমবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলা কমপ্লেক্স ভবনে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বেতন বাড়ানোর দাবি নিয়ে শ্রমিক ও মালিকদের মধ্যে যে বিতণ্ডা চলছে, তাতে দেশের পোশাকশিল্পে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কারণ নেই। হরতালে সারা দেশে জামায়াত-শিবিরের তাণ্ডবের ব্যাপারে তিনি আরও বলেন, জামায়াত-শিবির ও বিএনপি যুদ্ধাপরাধীদের সমর্থনে যে অপতত্পরতা চালাচ্ছে, তা সর্বাত্মক শক্তি দিয়ে মোকাবিলা করার জন্য সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।