আমাদের কথা খুঁজে নিন

   

সাফ ব্যর্থতা: কোচকে দুষলেন জাহিদ

সাফ ব্যর্থতা নিয়ে গঠিত তদন্ত কমিটির ডাকে সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এসে জাহিদ সাংবাদিকদের বলেন, “আমি যেভাবে খেলতে অভ্যস্ত, কোচ আমাকে সেভাবে খেলতে দেয়নি একটি ম্যাচেও। তাই আমি আমার আসল খেলাটা খেলতে পারিনি। সে কারণে আমার পারফরম্যান্স খারাপ হয়েছে। তাছাড়া ভারতের বিপক্ষে ম্যাচে তো কোচ আমাকে প্রথম একাদশেই রাখেননি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে প্রথম একাদশে রেখেও আবার তুলে নেন।


অবশ্য নির্ধারিত সময়ে এসে পৌঁছাননি বলে তদন্ত কমিটি জাহিদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য নেয়নি। বিকেল ৩ টায় জাহিদের আসার কথা ছিল, তিনি এসেছেন বিকেল ৫ টায়। কমিটির সদস্যরা বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত তার জন্য অপেক্ষা করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাহিদ দাবি করেন, “একজন খেলোয়াড়কে পারফর্ম করার জন্য সময় দিতে হবে। কিন্তু তার আগেই যদি তাকে তুলে নেয়া হয়, তাহলে তো সে নিজেকে মেলে ধরতে পারবে না।


কোচের উপর কিছুটা ক্ষুব্ধ জাহিদ, “তারা ধনী দেশের কোচ, তাই তারা যেমন খুশি তেমন করতে পারেন। আমরা গরিব দেশের খেলোয়াড়, তাই আমাদের এই সব মেনে নিতে হয়। ভবিষ্যতে এই কোচ ডাকলে আমাকে ভেবে-চিন্তে দেখতে হবে খেলবো কিনা। ”
এদিকে তদন্ত কমটির ডাকে জাহিদ দেরিতে আসায় তার প্রতি ক্ষুব্ধ হয়েছেন কমিটির চেয়ারম্যান বাদল রায়।
“একজন ভালো খেলোয়াড়কে সব ক্ষেত্রেই ভালো হতে হবে।

আচার-আচরণে যদি ভালো হওয়া না যায়, তাহলে সে বড় হতে পারে না। ”
“তাছাড়া আগের দিনও (রোববার) আমরা তাকে ডেকেছিলাম, কিন্তু তাকে খুঁজেই পাওয়া যায়নি। দ্বিতীয় দিন এলেও সে এসেছে দেরিতে। এটা গ্রহণযোগ্য নয়। এই বিষয়টি অভিযোগ আকারে জানাবো আমরা”, যোগ করেন তিনি।


এদিকে গত ছয়দিন ধরে চলা তদন্ত কমিটির জেরা সোমবার শেষ হয়েছে। বাদল রায় জানিয়েছেন, সাত কর্মদিবসের মধ্যেই প্রতিবেদনটি বাফুফে সভাপতির হাতে তুলে দেয়া হবে।
নেপালের কাঠমান্ডুতে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ গ্রুপ পর্বে ভারতের সঙ্গে ড্র করেছে শেষ মুহুর্তে গোল খেয়ে। আর শেষ মিনিটে গোল খেয়ে পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছে ক্রুইফের দল।
বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে বাদল রায়কে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

কমিটির অন্য দুই সদস্য হলেন আরেক সহ-সভাপতি তাবিথ আউয়াল এবং সদস্য শামসুল হক চৌধুরী। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
 
……………
 
ক্যাপশন: সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন (ফাইল ছবি)

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।