মনের কথা বলতে চাই আমি মৌসুমি: আমি চাই মনের কথা বলতে আমি চাই অজানাকে জানতে। আমি সামুতে নতুন: মনের কথা কিভাবে লিখতে হয় জানি না! তবু বলতে চাই মনের লুকানো কথা তবু লিখতে চাই একটি প্রেমের কবিতা, আমি দিবারাত্রি খুঁজছি নতুন এক ঠিকানা। আমি এক অচেনা: আমি সবার কাছে অচেনা আমার লেখা কেউ পড়বে কিনা জানি না! তবু আমার সামান্য প্রয়াস তবু আমার একান্ত বিশ্বাস কেউ আমাকে বিমুখ করবে না!! সবে মাত্র পথ চলা শুরু করেছি। এখনও আমার অনেক কিছু হয়নি জানা আমার চারিদিকে অচেনা ঠিকানা। তবু ছুটেছি অজানা পথে কেউ নাই আমার সাথে, একাকি চলেছি গন্তব্য জানি না তবু ও চলব ক্ষান্ত হব না!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।