আমাদের কথা খুঁজে নিন

   

মনে,প্রাণে,বিশ্বাসে মুসলীম হও তবে



তুমি মুসলীম! তবে কেমনে পোড়াও দেশের সম্পদ পোড়াও মানুষ,একোন শিক্ষার আালো? গাছ কেটে নিরিহ বোবা প্রাণ ধ্বংস সেওতো সেজদা করে আল্লাকে। তুমি সত্যিই কি মুসলীম? এম্বুলেন্সের অসুস্থ রোগীটিকে নামতে হলো রাস্তায় তোমার ভয়ে, তার কন্যার বিলাপে ভাড়ী চারিদিক কাঁপছে পৃথিবী তোমার ত্রাশে শুধু তুমি কাঁপনি খোদার ভয়ে দিনতো তোমারো আছে বাকী তোমাকে সে কাঁদাবে না , পোড়াবে না ,ভাব কেমনে। মনে, প্রাণে,বিশ্বাসে মুসলীম হও তবে বাড়াও হাত মানুষের তরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।