আমাদের কথা খুঁজে নিন

   

বি পি এল এবং পাকিস্তান

খুউব মজা পাইছি বি পি এল এ শেষ পর্যন্ত পাকি প্লেয়ার রা খেলবে না। বিভিন্ন এফ বি পেজ থেকে দেখলাম অস্ট্রেলিয়া,নিউজিল্যান্ড, শ্রীলংকার প্লেয়ার দ্বারা রিপ্লেস করা হচ্ছে। একটা বালের পাকিস্তানি এফ বি পেজ এ দেখলাম এক গাধায় লেখছে যে "কিভাবে তারা পাকি প্লেয়ারদের রিপ্লেস করবে?পাকি প্লেয়ার দের রিপ্লেস তো হয়না " বুলশিট টা কয় কি?বালের একটা ইন্ডিয়ান টিমের সাথে জিতে ভাব বাইড়া গেছে? সামনে সাউথ আফ্রিকা সফর আছে না? সাউথ আফ্রিকা তুমগো কচু কাটা করব। আর বিসিবি কিছু ভুল করছিলো। তারা একসময় পিসিবির পায়ে পড়ছিলো প্লেয়ার পাঠানোর জন্য ।

এতে পিসিবির ভাব বাইরা যায়। আরে পিসিবি তো উল্টা পাকি প্লেয়ারদের পকেটে বাশঁ মারিলো। তাহারা আই পি এল খেলতে পারে না,তাহাদের ইংল্যান্ডে রেপুটেশন এর বড়ই অভাব, অবশেষে বি পি এল খেলতে পারবো না। তোমরা বাসায় বইসা বইসা চানাচুর দিয়া মুড়ি খাও আর তালেবানের বোম খাও। বাংলাদেশ রে আবার বাসায় ডাকো কেন? শালা ফিক্সার।

প্রথম আসরেই ফিক্সিং এর ঘটনা ঘটছে বাট এটা তেমনভাবে প্রকাশ করা হয় নাই। কে করছে?নিশ্চিত পাকিরা। এমনিতে আই পি এল এ ফিক্সিং আই পি এল এর মানকে প্রশ্নের সম্মুখীন করেছে,তাহলে পাকিরা বি পি এল টু তে খেলে ফিক্সিং করে এর মানকে প্রশ্নবিদ্ধ করবে না তার গ্যারান্টি কে দিবে। এরপরো দেখি প্রিয় পাকিরা খেলবেনা দেখে বাংলার কিছু সন্তান (!) দুক্ষ প্রকাশ করেছে! আফসোস। বি পি এল এ ইন্ডিয়ান রা খেলবে না এবং পাকিরাও না,কি মজা।

জীবন হয় অসাধারণ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।