আমাদের কথা খুঁজে নিন

   

প্রাইম ব্যাংকে আরো এক শ্রীলঙ্কান

প্রথম তিন পর্বে তিন শ্রীলঙ্কান এবং জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলরকে খেলিয়েছে প্রাইম ব্যাংক। বিদেশি কোটায় গতকাল সন্ধ্যায় আরও শ্রীলঙ্কানকে নিবন্ধন করেছে গত আসরের তৃতীয় দলটি। ওয়ালটন প্রিমিয়ার বিভাগ ক্রিকেটে চমক দেখানো প্রাইম দোলেশ্বরের বিপক্ষে আজ খেলবেন লাহির থিরিমানে। দুই প্রাইমের খেলা হবে বিকেএসপি-৩ নম্বর মাঠে। আজ চতুর্থ রাউন্ডে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শিরোপাপ্রত্যাশী গাজী ট্যাঙ্কের প্রতিপক্ষ টানা তিন ম্যাচ হারা সিসিএস এবং নারায়ণগঞ্জ ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া খেলবে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে। আজ কলাবাগানের হয়ে খেলতে পারেন সাকিব আল হাসান।

চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে মোহামেডান এখন এককভাবে শীর্ষে পয়েন্ট তালিকার। রানরেটে এরপরই অবস্থান প্রাইম ব্যাংকের। যদিও ৩ ম্যাচে ২টি করে জয় রয়েছে প্রাইম দোলেশ্বর, ব্রাদার্স ইউনিয়ন, গাজী ট্যাঙ্ক ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। কোনো জয় পায়নি সিসিএস এবং খেলাঘর সমাজকল্যাণ সমিতির। প্রাইম ব্যাংক প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে যাত্রা শুরু করে প্রিমিয়ার ক্রিকেটের চলমান আসরে। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খায় কলাবাগান ক্রীড়া চক্রের কাছে হেরে। তৃতীয় ম্যাচে অবশ্য সিসিএসকে আবারও শয়ের নিচে গুটিয়ে দেয়। প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বর প্রথম ম্যাচে মোহামেডানের কাছে হারলেও পরের দুই ম্যাচে দুই শক্তিশালী আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারায়। আজ চতুর্থ ম্যাচ খেলতে নামছে শীতলক্ষ্যা পাড়ের দলটি।

মিরপুরে গাজী ট্যাঙ্ক চতুর্থ ম্যাচ খেলবে দুর্বল সিসিএসের বিপক্ষে। প্রথম ম্যাচে জিতলেও ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরে অবশ্য তৃতীয় ম্যাচ জিতে আবারও উঠে এসেছে জয়ের পথে।

আজ দুর্বল সিসিএসের বিপক্ষে খেলা হলেও ক্লাব কর্ণধার লুৎফর রহমান বাদল নিশ্চয়তা দেননি জয়ের বিষয়ে, 'প্রতিপক্ষ যেই হোক, ক্রিকেট বলে আমি শতভাগ নিশ্চয়তা দেই না ম্যাচ জয়ের বিষয়ে।' ফতুল্লায় কলাবাগান ক্রীড়া চক্রের প্রতিপক্ষ ভিক্টোরিয়া। আজকের ম্যাচের জন্য ভিক্টোরিয়া শ্রীলঙ্কা থেকে উড়িয়ে এনেছে মালিন্দা বান্দাপুর্নাকে। বাঁ-হাতের বৃদ্ধাঙ্গুলির ইনজুরির জন্য কলাবাগানের পক্ষে প্রথম তিন ম্যাচ খেলেননি সাকিব। আজ খেলার সম্ভাবনা রয়েছে তার। গত সপ্তাহে তিনি জানিয়েছিলেন, ২২ সেপ্টেম্বরের পর তিনি মাঠে নামবেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।