আমাদের কথা খুঁজে নিন

   

ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ

ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত আছে। দাবি আদায়ে আজ মঙ্গলবার পোশাকশ্রমিকেরা রাজধানীর খিলক্ষেত ও গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন।

কুড়িল বিশ্বরোডপ্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ন্যূনতম বেতন বাড়ানোর দাবিতে আজ সকাল নয়টার দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক কুড়িল বিশ্বরোড সড়ক অবরোধ করেন। তাঁরা কুড়িল উড়ালসেতুর ওপরে ও নিচে অবরোধ তৈরি করে বিক্ষোভ করছেন।
জানা গেছে, ইউরো জোন, গাজী টাওয়ার, মোহাম্মদীয়া, ক্ল্যাসিক, কেনিয়া গার্মেন্টসের প্রায় চার হাজার শ্রমিক এই অবরোধে অংশ নিয়েছেন।

অবরোধের কারণে বিমানবন্দর সড়কসহ সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুত্ফুল কবীর প্রথম আলো ডটকমকে জানান, আলোচনা করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

কালিয়াকৈর: কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আহসানউল্লাহ প্রথম আলো ডটকমকে জানান, ন্যূনতম বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুত্ এলাকায় আজ সকাল সাড়ে আটটার দিকে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে না গিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তাঁরা ওই এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় অন্তত ১০ জন আহত হন। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।