আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধর্মঘটের ডাক

মঙ্গলবার দুপুরে বন্দরনগরীর বিআরটিসিতে বাস মালিক ও শ্রমিক নেতাদের এক যৌথ সভায় এই সিদ্ধান্ত হয়।
আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।
কফিল উদ্দিনের সভাপতিত্বে এ সভায় বলা হয়, মঙ্গলবার সকালে মহাসড়কের সীতাকুণ্ডে পাঁচটি বাসে আগুন এবং শতাধিক যানবাহন ভাংচুর করা হয়েছে। এছাড়া মহাসড়কে আন্দোলনের নামে প্রতিনিয়তই বিশৃঙ্খলা চালানো হচ্ছে।
কফিল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একদিনেই ভাংচুর ও আগুনে মালিকদের ১৫ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।


“পরিবহন চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা এবং ভাংচুর, জ্বালাও-পোড়াও বন্ধের দাবিতে যৌথভাবে ২৪ ঘণ্টার এই ধর্মঘট ডাকা হয়েছে। ”
আন্তঃজেলা বাস মালিক সমিতি, শুভপুর বাস মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও শুভপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ ধর্মঘটের ডাক দিয়েছে বলে জানান তিনি।
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী বলেন, “মহাসড়কে অহরহ হামলার ঘটনা ঘটছে। পরিবহন শ্রমিক ও সাধারণ যাত্রীদের নিরাপত্তা নেই। ”
২৪ ঘণ্টার ধর্মঘটের মধ্যেই দাবি পূরণ না হলে লাগাতার ধর্মঘটসহ আরও কঠিন কর্মসূচি দেয়া হবে বলে জানান তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।