আমাদের কথা খুঁজে নিন

   

3MB Size এর Photo করে ফেলুন30kB!!

3MB Size এর Photo করে ফেলুন30kB!! . . এটা আমার ২য় টিউন। আশা করি ভাল লাগবে। Follow The Steps: ১। আপনার নকিয়া ফোনে যে ইমেজটির সাইজ ছোট করতে চান সেটির ওপর সিলেক্টবাটন রেখে অপশনএ ক্লিক করুন । ২।

Add To contact নামের একটা অপশন পাবেন । তাতে ক্লিক করুন। ৩। এখন আপনার ফোনে সেভ করা নম্বর গুলো দেখাবে । যেকোন একটি ফোন নম্বরে ক্লিক করুন।

ইমেজটি ঐ ফোন নম্বরে সেভ হয়ে যাবে । ৪। তারপর আপনি আপনার ফোন বুকে প্রবেশকরুন ও যে নম্বরে ইমেজটি সেভ করেছিলেন ঐ নম্বরটি তে যান । ৫। Ok বাটনে ক্লিক করলে ফোন নম্বরটিতে ঢুকবে, তখন আপনি সেভ করা ইমেজটি দেখতে পাবেন ।

৬। ইমেজটির ওপর সিলেক্ট বাটনটি রেখে অপশনে ক্লিক করুন, তারপর Save To Gallery সিলেক্ট করে সেভ করার লোকেশন দিয়ে সেভ করুন । ৭। ইমেজ ফাইলটি তে যান । খেয়াল করুন আপনার ইমেজ সাইজ অবিশ্বাস্য ভাবে কমে গেছে! এভাবে যেকোন বড় Image কে আপনি এখন সহজেই ছোট করতে পারবেন..
লেটেস্ট সব পিসি গেমস নিয়ে আমার একটি ব্লগ আছে।

সময় পেলে ঘুরে আসবেন। http://pc-games-cracked.blogspot.com

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।