এরই মধ্যে কয়েক জনের সঙ্গে যোগাযোগও করেছে ঐতিহ্যবাহী দলটি।
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপাল ও আফগানিস্তানের কয়েক জন ফুটবলারের খেলা তাদেরকে দলে টানতে উদ্বুদ্ধ করেছে মোহামেডানের কর্মকর্তাদের।
মোহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন, “সদ্য সমাপ্ত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালের কয়েক জন ফুটবলার খুবই ভালো খেলেছে। আফগানিস্তানের তিন ফরোয়ার্ড বেলাল আরজু, মোস্তফা আজাদজয় এবং সানজর মোহাম্মদীও দারুণ খেলেছে। আমরা এদের মধ্যে থেকে কয়েক জনকে নিয়ে আসার চেষ্টা করছি।”
বেলাল গত মৌসুমে চার্চিল ব্রাদার্সের হয়ে ভারতের আই লিগে খেলেছিলেন। স্বদেশের ফুটবলারদের সঙ্গে যোগাযোগ করেছেন মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলতে আসা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।
পাশাপাশি নেপালের মিডফিল্ডার ভরত খাওয়াজ, ভোলানাথ, জুমানু রায় ও স্ট্রাইকার অনিল গুরুংয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে মোহামেডান। অনিল গুরুংকে অবশ্য আবাহনী লিমিটেডও প্রস্তাব দিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।