যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলছে বাস মালিক ও শ্রমিকদের আট ঘণ্টার ধর্মঘট।
আজ বুধবার সকাল ৬টা থেকে ধর্মঘটের কারণে মহাসড়কে যাত্রীবাহী কোনো বাস চলছে না। বেলা ২টা পর্যন্ত এ ধর্মঘট পালন করবে আন্তঃজেলা বাস মালিক সমিতিসহ পাঁচটি সংগঠন। তবে ট্রাক ও অন্যান্য মালবাহী গাড়ীসহ অভ্যন্তরীণ রুটের বাহনগুলো যাথারীতি চলাচল করছে।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় ছাত্র নূরন্নবী রুবেল (২২) সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার জেরে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। বিক্ষুব্ধ জনতা এ সময় পাঁচটি বাসে অগ্নিসংযোগ ও বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।