আমাদের দেশের সংস্কৃতি অনেক সমৃদ্ধ। আজ কথা বলবো এর একটা ধারা নিয়ে। এর কিছু উদাহরণ দিলে ঘটনা সিরাম পরিষ্কার হয়ে যাবে।
=> মামা কাল হরতাল? চল গাড়ি ভাঙ্গি!!!!
=> মামা আজ হরতাল? চল গাড়ি ভাঙ্গি!!!!
=> শেয়ার বাজারের অবস্থা খারাপ? চল গাড়ি ভাঙ্গি!!!!
=> বিশ্ব-বিদ্যালয়ে সমস্যা? চল গাড়ি ভাঙ্গি!!!!
=> পাবলিক পরীক্ষার রেজাল্ট খারাপ? চল গাড়ি ভাঙ্গি!!!!
=> পরীক্ষা দিমু না? চল গাড়ি ভাঙ্গি!!!!
=> গার্মেন্টসে আন্দোলন? চল গাড়ি ভাঙ্গি!!!!
=> শ্রমিক ক্ষেপছে? চল গাড়ি ভাঙ্গি!!!!
=> তারেকের জিয়ার নামে কুন হালা কি কইলো? চল গাড়ি ভাঙ্গি!!!!
=> জয় কেলা কই হের কাছে তথ্য আছে? চল গাড়ি ভাঙ্গি!!!!
=> মখা কইছে লারা-লারি করবি না, কেন কইলো? চল গাড়ি ভাঙ্গি!!!!
=> এক্সিডেন্ট হইছে? চল গাড়ি ভাঙ্গি!!!!
=> বাসের ভাড়া নিয়ে গণ্ডগোল? চল গাড়ি ভাঙ্গি!!!!
=> শ্রমিকের বেতন নাই? চল গাড়ি ভাঙ্গি!!!!
=> ঢাকা কলেজে মারামারি? চল গাড়ি ভাঙ্গি!!!!
এই রূপ শ'খানিক বলা যাবে।
কিন্তু একবারও আমরা ভেবে দেখেছি এই সব ঘটনার সাথে গাড়ি ভাঙ্গার কি সম্পর্ক?
তাই মেলা চিন্তা ভাবনা কইরা বাহির করছি "টেকা-টুকা হইলে ট্যাঙ্ক কিনমু", তয় উভচর ট্যাঙ্ক। ফেরি ঘাটের যে অবস্থা? আর পদ্মা সেতু কবে হইবো তা খোদা-তালা জানেন।
কিন্তু আমরা কি একটু পরিবর্তিত হতে পারি না? আমরা তো এখনো কোন কিছু না বুঝেই হুদাই ফাল পারি।
এই হুদাই ফাল-পারাটা বন্ধ করতে হবে।
ইনশা-আল্লাহ আমাদের তথা বাংলাদেশের পরিবর্তন হবেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।