গুনাহগার, অযোগ্য, অধম...
খুব পরিচিত শব্দ, বছরের পর বছর ধরে একই শব্দ,
কোন পরিবর্তন নেই, তারতম্য নেই, নেই নতুনত্ব।
তবুও প্রতিদিন সেই শব্দের ভেতর খুঁজে ফিরি নতুনত্ব,
যেন আবিষ্কার করি নতুন রহস্য সেই শব্দের অন্তরালে।
হুম, বৃষ্টির রিমঝিম শব্দ, কখনো ঝুম ঝুম, কখনো বা শব্দ হীন,
তবুও মনে হয় এ এক নতুন সৌন্দর্য, নতুন ভাললাগা।
বৃষ্টি তুমি এত অস্হির কেন? এত অমানবিক সুন্দর কেন?
এত পাগল করা সুখস্মৃতি কেন তোমার দেহ মনে ছড়িয়ে?
মনমরা কার কাছে মূহুর্তে হয়ে ওঠ তুমি মনজাগানিয়া কেউ,
নিরব, নিস্তেজ জীব কে তুমি ক্ষনিকের মাঝে সরব করে দাও।
তোমার কোন তুলনা হয়না বৃষ্টি, কোন তুলনা হয়না।
তুমি এমনই নতুন রূপ নিয়ে হাজির হও প্রতিবার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।