সরকারি সেবার মান উন্নয়ন এবং সেবা প্রাপ্তি আরো সহজ করতে ই-সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজার মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সে লক্ষ্যে প্রথমবারের মতো বাংলাদেশ সরকার, ইউএনডিপি ও ইউএসএইডের সমন্বয়ে সাতটি প্রতিষ্ঠানকে সার্ভিস ইনোভেশন ফান্ড দেওয়া হলো। এই উদ্যোগ কেবল সরকারি সেবার মান বৃদ্ধিতেই নয়, নতুন উদ্ভাবক তৈরি এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করবে বলে আমরা আশা করি। একইসঙ্গে জাতি হিসেবেও আমাদের এগিয়ে নিয়ে যাবে অনেক দূরে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযু্ক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজীনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।