আমাদের কথা খুঁজে নিন

   

To a Death of a Father

mail.aronno@gmail.com

ছুটন্ত ঘোড়া থেকে ছিটকে পড়েছি আজ প্রাণ পাখি, শংকিত কি তুমি এত যে শব্দে ভরে উঠছে পথ-ঘাট-মাঠ যে আমি ফিরে পেল অনন্ত এক শ্বাস তাকে কখনও কি চিনবে পৃথিবীর কোনো ঠিকানা দূরত্বের ওপারে সবুজ হয়ে ওঠে ঘাস নিজেরই বৃত্তে পড়ে থাকে জীবনের সব মাঠ ভিন্ন ত্বকে এই যে বসবাস প্রাণ পাখি, এই হলো তোমার-আমার তৃতীয় সহবাস চারপাশে গভীর ছড়ানো শেষ বিকেলের ডাক আমি নয় অন্য কেউ সহ্য করছে তীরের আঘাত যতবার নিজেকে ফিরিয়ে দিই অতীতের দাগ পৃথিবীর সমস্ত সংকেত হয়ে উঠে বিধাতার হাত এত যে সজাগ এইসব কীতাবের ভুল এত যে নিশানা ভেদ করে সুদৃশ্য তীর প্রাণ-পাখি, তুমি কি জানো একটি পিতা মারা গেলে কত অসহায় হয়ে উঠে পৃথিবীর মুখ ২৪.০৯.১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।