আমাদের কথা খুঁজে নিন

   

গত কাল হয়ে গেল বসুন্ধরা সিটি র‍্যাফেল ড্র, এখনি দেখে নিন বিজয়ীর কুপন নং। (অল ইন ওয়ান)

গত কাল অনুষ্ঠিত হয়ে গেল ২৬ জুন ২০১৩ হতে ঈদের চাঁদ রাত পর্যন্ত কেনাকাটার আকর্শনীয় র‍্যাফেল ড্র। আর এবার ও ২০০ টি পুঃষ্কার দেয়া হয়। এবার প্রথম পুঃ হিসাবে ছিল **টাটা ইন্ডিগো eCS কার, 1193 সিসি- ১ টি।
তো চলুন দেখে নেয়া যাক সকল পুঃ বিজয়ীর কুপন নাম্বার।
আজ হাতে একেবারেই সময় নেই তাই সংক্ষেপে লিখলাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখন প্রাইভেট পড়াচ্ছি আর প্রাইভেট শেষ করেই আমার ভার্সিটিতে প্রাকটিকেল খাতা সাইন করাতে ও প্রবেশ পত্র আনতে যেতে হবে। সুতরাং বুঝতেই পারছেন আমি একটু ব্যস্ত আছি। তাই সকল বিজয়ীর কুপন নং PDF আকারে দিয়ে দিলাম। শুধু ডাউনলোড করে নেন আর ওপেন করে Ctrl+F চেপে আপনার কুপন নং বক্স এ লিখে সার্চ দেন, পেয়েও যেতে পারেন।
ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন
 
যেকোন সফটওয়্যার, গেমস, গেজেট ফ্রিতে ডাউনলোড করতে ভিসিট করুন আমার সাইট "ফ্রি ডাউনলোড জোন ২৪"

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।