ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে আজ বৃহস্পতিবারও ঢাকার অদূরে আশুলিয়া ও সাভারে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদকদের পাঠানো প্রতিবেদন:
আশুলিয়া: আশুলিয়ার কাঠগড়া এলাকার মাসকটসহ দুটি পোশাক কারাখানার শ্রমিকেরা আজ সকাল ৮টায় কর্মস্থলে উপস্থিত হয়ে কাজে যোগ দেন। এরপর তাঁরা হঠাত্ করে বেতন বাড়ানোর দাবি তুলে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন।
সকাল সাড়ে নয়টার দিকে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে বিশ মাইল জিরাবো সড়ক অবরোধ করেন।
ধাওয়া দিলে শ্রমিকেরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়ে। লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এ ছাড়া আশুলিয়ার চারাবাগ এলাকায় মাকসুকা অ্যাপারেল নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তবে তাঁরা কারখানার ভেতরেই অবস্থান করছেন।
আশুলিয়া জোনের শিল্প পুলিশের পরিদর্শক আবদুস সত্তার জানান, পরিস্থিতি এখন আমাদের অনুকূলে রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন।
সাভার: ঢাকার অদূরে সাভারের জিরানি এলাকায় আজ বৃহস্পতিবার সকালে পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। তবে এখন ওই এলাকার পরিস্থিতি শান্ত। ওই এলাকার সব পোশাক কারখানা বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে পোশাক শ্রমিকেরা বিক্ষোভ শুরু করলে নয়টার দিকে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়।
জিরানি থেকে দুই কিলোমিটার দূরে পলমল নামক স্থানে তুলনামূলক বেশি সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। একপর্যায়ে পুলিশি বাধার মুখে শ্রমিকেরা পিছু হঠতে বাধ্য হন। এখন সেখানে কোনো সংঘর্ষ নেই তবে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই এলাকায় টহল দিচ্ছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।