আমাদের কথা খুঁজে নিন

   

লিগ কাপে কষ্টসাধ্য জয় আর্সেনালের

প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর ইংলিশ ফুটবলের তৃতীয় গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এই লিগ কাপ, যা পৃষ্ঠপোষকের নামে এখন ক্যাপিটাল ওয়ান কাপ নামে পরিচিত।
ইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষ দল আর্সেনালকে চিনতে হয়েছে জার্সি দেখে। তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা।
খেলার ধারার বিপরীতে ৬১ মিনিটে বেন্ডনারের দুর্দান্ত পাস থেকে গোল করে আর্সেনালকে এগিয়ে নেন জার্মান মিডফিল্ডার টমান আইসফেল্ড।
দশ মিনিট পরেই আর্সেনালের রক্ষণভাগের ব্যর্থতায় সমতা ফেরায় ওয়েস্ট ব্রম।

কর্নার বিপদমুক্ত করতে ব্যর্থ হওয়া আর্সেনাল ডিফেন্ডাররা পাহারায় রাখতে পারেনি সাইদু রেবাহিনোকে। সুযোগ সন্ধানী বুরুন্ডিয়া বংশোদ্ভূত ইংলিশ এই স্ট্রাইকারের নিখুঁত হেড খেলায় ১-১ সমতা নিয়ে আসে।
সমতা আনার পর চাপ আরো বাড়ায় স্বাগতিক ওয়েস্ট ব্রম। কিন্তু বেশ কয়েকটি সুযোগ স্ট্রাইকারদের ব্যর্থতায় হাতছাড়া হয়ে যাওয়ায় নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল হয়নি।
গোল হয়নি অতিরিক্ত ৩০ মিনিটেও।

খেলা শেষ হওয়ার মাত্র ৪ মিনিট আগে বদলি আমালফিতানোর জোরালো শট বারে লাগলে আবারও হতাশ হতে হয় স্বাগতিকদের।
এরপর পেনাল্টি শুটআউটে হেরে হতাশা নিয়েই মাঠ ছাড়ে ওয়েস্ট ব্রম।
চতুর্থ রাউন্ডে নগর প্রতিদ্বন্দ্বী চেলসির মুখোমুখি হবে আর্সেন ভেঙ্গার দল।
বুধবার রাতের অন্য খেলায় প্রথম বিভাগের দল বার্মিংহাম ৩-১ গোলে হারিয়েছে শিরোপাধারী সোয়ানসি সিটিকে। নিউ ক্যাসেল ইউনাইটেড ২-০ গোলে হারিয়েছে লিডস ইউনাইটেডকে।

প্রিমিয়ার লিগের দল স্টোক সিটি একই ব্যবধানে হারিয়েছে দ্বিতীয় বিভাগের দল ট্রানমেরে রোভার্সকে।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।