আমাদের কথা খুঁজে নিন

   

চলে গেছিস বহুদূরে ......!



মুঠো ফোনটা সারারাত বন্ধ থাকলেও এখন আর কেউ খুব সকালে মেসেজ দিয়ে গালি দেয় না... কিংবা ফোন করে গালি দিয়ে ফোনটাকে ভাঙ্গতে চায় না ! ফেসবুকে আসতে দেরি হলে এখন কেউ বারবার মিস কল বা ফোন দেয় না ! একটু কিছু হলেই কেউ এখন আর ঝগড়া করে না...... কিংবা রাগ করে আনফ্রেন্ড বা ব্লক করে দেয় না ! এখন রাগ বা অভিমান করে বসে থাকলেও কেউ সেই রাগ ভাঙ্গিয়ে, সরি সরি বলে না... কিংবা কান ধরে অভিমান গুলোকে ফু দিয়ে দূর করে দেয় না ! এর কারন কি জানিস.........? কারন যে তুই, এই কাজগুলো করতিস...... সেই তুই-ই তো নেই - চলে গেছিস বহুদূরে ......! আমি একা শুধু সেই কথাগুলোকে মনে করে তোকে আমার মাঝে বাঁচিয়ে রেখেছি যত্ন করে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।