উইবি টেকনোলজি'তে উদ্যোক্তা
বগুড়ার দই নিয়ে আমরা একটা ই-কমার্স ব্যাবসা চালু করেছি গত বছর। বগুড়ারদই.কম - http://www.bogurardoi.com/ | ফেসবুক পাতা - https://www.facebook.com/BogurarDoi | ঢাকায় নিজেদের ছোট একটা অফিসও আছে শুরু থেকেই। অফিস আছে চট্টগ্রামেও। হোম ডেলিভারি সেবা চালু আছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সিটিতে। বগুড়ার শেরপুর এ আছে নিজস্ব প্রক্রিয়ায় দই উৎপাদন কারখানা।
আর একটু খোলাশা করে বলি, বগুড়ার হাতে গোনা কয়েকটা জনপ্রিয় ব্র্যান্ড এর মধ্য থেকে ভালো একটা দই কারখানার কারিগরি সক্ষমতা ব্যাবহার করে আমরা নিজেরা একটা উৎপাদন প্রক্রিয়া সেট আপ দিয়েছি। অর্থাৎ ঐ কারখানার লোকাল দই আর আমাদের "বগুড়ারদই.কম " এর দই এর মধ্যে মানগত পার্থক্য নিয়ে এসেছি। কারন আমরা উদ্যোগটা শুরুর আগে দীর্ঘদিন এটা নিয়ে রিসার্চ করেছি এবং এখনো প্রতিনিয়ত এটা নিয়ে রিসার্চ চালিয়ে যাচ্ছি এর মান উত্তোরোত্তর বৃদ্ধি করার জন্য এবং আলহামদুলিল্লাহ্, কাস্টমার ফিডব্যাক অনুযায়ী আমরা তাতে ভালই সফল। বগুড়ার দই এর ঐতিহ্য, ইতিহাস ও সে অনুযায়ী স্বাদ ঠিক রেখে সেটা দেশের অন্য যায়গায় কাস্টমারের আকাঙ্খা অনুযায়ী সরবরাহ করে ব্যাবসা করা, আপনারা যারা ভাবছেন চাইলেই আপনিও শুরু করতে পারেন তাদের ধারনার মতো এতোটা ডালভাত না। অনেক অনেক চ্যালেন্জ আছে।
একটু ধারনা দেই -
১। বগুড়ার দই এর ঐতিহ্য, ইতিহাস ও সে অনুযায়ী স্বাদ ঠিক রেখে দই বানানো
২। সময়মতো দুই/তিনশ কি.মি. পরিবহন করে সঠিক প্রক্রিয়ায় স্টোরেজ করা (অবশ্যই ফ্রিজিং ব্যাবস্থাসহ)
৩। তারপর কাস্টমারের বাসায় সময়মত পৌছে দেওয়া
৪। মান সম্মতভাবে প্যাকিং করা
৫।
কাস্টমার সার্ভিস দেওয়া (অভিযোগ, দর-দাম ইত্যাদি)
৬। নিজেদের ডেলিভারি সিস্টেম সচল রাখা (ডেলিভারিম্যান, পরিবহন ইত্যাদি)
৭। পেমেন্ট সিস্টেম সেট আপ করা (ব্যাংক, মোবাইল গেটওয়ে, ক্যাশ)
৮। সকল বৈধ কাগজপত্র প্রস্তুত রাখা (ট্রেড লাইসেন্স, টিন, ব্যাংক হিসাব, বিসএসটিআই অনুমোদন ইত্যাদি)
৯। ই-কমার্স সাইট তৈরি করা ও সেটা মেইনটেইন করা
আরো অনেক অনেক ব্যাপার আছে।
তারপর লাভ হচ্ছে কিনা সেটা হিসেব করা। কিন্তু কিছুদিন থেকে বিভিন্ন ব্লগ, ফেসবুকসহ সোস্যাল মিডিয়াগুলোতে লক্ষ্য করছি বেশ কিছু বগুড়ার দই এর ব্যাবসা প্রতিষ্ঠান এর খবর। এমনকি সামহোয়ারইন এ "দই নিবেন দই বগুড়ার দই" শিরোনামে একটা লেখাতে হুবহু আমাদের ওয়েবসাইটের http://www.bogurardoi.com/about.php এই পাতা থেকে লেখা কপি করে একটা পোস্টিং দিয়েছে কেউ একজন। আরে ভাই, লেখাটাও কপি করতে হবে কেন? তারমানে আমাদের দেখে আপনার মাথায় আসলো যে বগুড়ার দই বিক্রি শুরু করবেন? ব্যাপারটা আপনার ধারনার মতো এতোটা অ্যামেচার না। ব্যাবসা করতে ঘিলু লাগে ঘিলু, কপি পেস্ট দিয়ে আর যাইহোক, ব্যাবসা জগতে টিকতে পারবেন না।
তাহলে আপনাদের মতো কপিবাজদেরকে আর একটু খেপিয়ে দেই, আমরা কিন্তু সুদূর আমেরিকায় দই পাঠাচ্ছি। পারলে চেষ্টা করেন। যতসব কপিপেস্ট এর দল।
এক নজরে বগুড়ারদই.কম
হটলাইন - ০১৯১৭১৬৪৬৭৩ | কাস্টমার সার্ভিস - ০১৭১২১৯৪১৬০
ইমেইল -
অনলাইন অর্ডার: http://www.bogurardoi.com/
ফেসবুকে আমরা: https://www.facebook.com/BogurarDoi
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।