আহসান জামান
যাই
যাই; কার কাছে যাই
কোথায় রাখি এ দেহভার, ক্লান্তি;
এখানে আঁধার উপেক্ষার পদচিহ্ন।
যাই; কার কাছে যাই
ওখানে ব্যস্ততা; নাগরিক জয়গান
ইস্পাতে খন্ডিত কেবল স্মৃতির মন্দির।
যাই; কার কাছে যাই ...
দহন
সন্ধ্যা নামলো; বিরল অন্ধকারে ঢেকেছে চারিদিক।
অনিচ্ছুক কাজলচোখ, নিঃশ্বাসে তীব্রঘৃণা,
শরীরিক ঘ্রাণে জমে অঘোর সময়; শস্যহীন আবাদ।
আজ আর চিবুকে তৃষ্ণা নেই, ক্ষুধা নেই
সম্মুখে অশেষ পথ ডাকে।
ব্যর্থবাউল কোনটানে সংসারহীন পথে রাখে পা
পুঁড়তে পুঁড়তে নিঃশেষ জীবনের দিকে
কতটা অবসরহীন পথ চলে সে।
আঘাতে চৈতন্যে জমে না বৃষ্টির জলকণা
মানুষেরা ভুলেছে শিশু-শিশু খেলা
কোথাও ক্রন্দন নেই, ক্লান্তি নেই, কেবল
স্বার্থের শিলাবৃষ্টি; পচনে পচনে দুগর্ন্ধ চারিদিক
পাপ গেঁথে গেঁথে নশ্বরপৃথুলে রক্তময় দহন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।