সীমানাহীন আমি,বন্ধনহীন আমি, আমি মুক্ত আকাশের পাখি,..........
সবচেয়ে বড় দানবটার নাম হলো ''বিচার বিভাগ''। ভুতের গল্প শুনেছি- সাত সমুদ্র তের নদি পার হয়ে রাজকন্যার জীবন বাঁচানোর 'কড়ি' ( এক জাতীয় প্রাকৃতিক মুদ্রা'র মত) ছিনিয়ে আনতে হবে । পথে পথে হাজার বাধা! সবচেয়ে বড় বাধা আসে কলসির নিকট, যেখানে ঐ মুদ্রাটি আছে তার আশে পাশে সবচেয়ে বড় দানবটি পাহাড়া দেয়- তাই জীবন হারাতে হয় রাজকুমারির জীবন বাঁচাতে প্রত্যাশীগণ!
মা,মাটি,স্বদেশ,স্বাধীনতা,মূল্যবোধ যারাই বাঁচাতে চায় তারা ঐ বিচার বিভাগ নামক বড় দানবটির মুখো-মুখি হয়। দাত কেলিয়ে গিলে খেতে চায় বিগ স্যাটানদের প্রসব করা এই দৈত্য। মিশর ! একটি নির্বাচিত সরকারকে দানবীয় ঝড়ে উড়িয়ে দিয়ে একের পর এক সব নিষেধাজ্ঞায় জড়িয়ে ফেলেছে ঠিক অক্টোপাশের মত করে। আর সব কিছুর উপর অঘোষিত এক বৈধতার লেবেল এঁটে দেয়া হয়েছে । স্মল এন্ড বিগ স্যাটানরা রিমোট হাতে খিল খিল করে উল্লাসে নাচা-নাচি করছে। এভাবেই স্থানীয় ছোট দানবদের উৎসাহিত করে যারা স্থানীয়ভাবে প্রসব করে বড় দানবদের, এরা প্রসূতির বিছানায় আতুর ঘরে ক্লান্ত শরীরে অপেক্ষা করে আর ওরা এর দৃশ্য দেখে মজা নেয়। এভাবেই চলছে পৃথিবীর মিশর,আলজেরিয়াসহ হাজারো দৈত্যের দেশ ! নিজের দেশের হয়তো এমন অবস্থা নয়। —
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।