আমাদের কথা খুঁজে নিন

   

তখন আমিও ইশ্বর সাজি

আলোর দরজা
যখন যৌবনের উচ্ছলতায় হয়ে উঠি উশৃংঙ্খল আর তোমার শরীরের ভেতর আরেক শরীর নড়াচড়া করে তখন আমিও ইশ্বর সাজি এখন আমিও মহাপুরুষের মতো সত্য জানি আমি আর ইশ্বর আলো নিয়ে খেলি, আর দেখি ঐশ্বরিক ইন্দ্রজাল কে কারে নিয়ে বাচেঁ , কার কাছে সাহায্য চাই , কে করে আর কে করেনা ভালো আর মন্দে সব যখন এক শরীরে তখন কেউ ইশ্বর আরার কেউ শয়তান ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।