কেমন আছেন , আমি কিন্তু ভাল আছি , আমি আমার হ্যাকিং জোন কে আবার সুরু করছি ,
আজকের বিষয় ঃ মেইল অ্যাকাউন্ট হ্যাক কারিকে হ্যাক করা ।
দিন দিন হ্যাক কারীর সংখ্যা বেড়েই চলছে।
এমন অনেকে আছেন যাদের ই-মেইল আইডি হ্যাক্ড হয়েগিয়ে ছিল,
অনেক কষ্টের পরে ই-মেইল আইডিটি পাইচেন বাট অনাকেই পারেন নাই ,
মাঝে মাঝে আপনার আইডি ব্যবহার করে কিন্তু আপনি তা টের পাননা।
এমন প্রমাণ অনেক আছে বলে আজ আমি আপনাদের সাথে ই-মেইল হ্যাকারকে সনাক্ত করার জন্য ছোট একটা টিপস্ শেয়ার করছি ।
প্রথমে আপনার জি-মেইলটি সাইন-ইন করুন।
হ্যাকারকে সনাক্ত করতে বা কে, কোথায় বা কোন দেশে থেকে এবং কোন সময়ে আপনার মেইল আইডিটি ব্যবহার করা হয়েছিল তা জানতে, মানে কোন আই.পি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানা থেকে আপনার মেইল ঠিকনায় প্রবেশ করেছিলো? তা জানতে Last account activity এর ডান পাশে Details এ ক্লিক করুন|
Details এ ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে। পেজটিতে আপনার কম্পিউটারের চলমান আই.পি (ইন্টারনেট প্রটোকল), ঠিকানা এবং গত দশবার কখন, কত তারিখে, কোন আইপি থেকে আপনার জি-মেইল এ প্রবেশ করা হয়েছিলো তা একটি তালিকার মাধ্যমে দেখাবে।
যদি একই কম্পিউটার বা ল্যাবটপ থেকে সাইন-ইন করে থাকেন এবং একই কোম্পানীর ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে আইপি ঠিকানার চারটি অংশের মধ্যে প্রথম দুটি ঠিকানা অভিন্ন থাকবে। আবার যদি দেখেন যে অন্য আইপি ঠিকানা থেকে ভিন্ন সময়ে আপনার মেইলে প্রবেশ করা হয়েছিল এবং সেই আইপি ঠিকানার বিস্তারিত তথ্য জানতে চাইলে, আইপি ঠিকানাটি Copy করে এই এড্রেস এ যান। তারপর টেক্সটবক্সে আইপি ঠিকানাটি Paste করে দিয়ে ip whois এ ক্লিক করুন।
তাহলে তাদের ঠিকানা, ফোন নং, তাদের মেইল আইডি সহ আরো অনেক তথ্য আপনি জানতে পারবেন।
আসা করি আমি চেইন টিউন চালিয়ে জেতে পারবো , ভাল লাগলে অবশ্যই জানাবেন।
যদি কেও wapka ফিশিং সাইট কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন
আমার ফেবু আইডি - Farhan Sajid
আমার ফেবু হ্যাকিং পেজ - Bd Hackers
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।